কলকাতা ব্যুরো : গৌড়েবেরিয়া (গৌরী বাড়ি) সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো এবার এক্কেবারে অন্যরকম। অন্যরকম হবে দেবী দুর্গার সাজপোশাকও। অন্য অলঙ্কার, মুকুট, গয়না তো থাকছেই । কিন্তু এবার মা আসছেন মাস্ক পরে। যেমন তেমন মাস্ক না। দূর্গা এবার আবির্ভূত হবেন রুপোর মাস্ক পরে।
কথা হচ্ছিল ওই পুজোর সম্পাদক মন্টা মিশ্রর সঙ্গে। মন্টা বাবু জানালেন এখন করোনা পরিস্থিতি চলছে সারা দেশজুড়ে। দেশে সবার মাস্ক পড়া বাধ্যতামূলক । মাকেও আমরা তাই মাস্ক পরিয়ে আনতে চাই।
কেন এমন ভাবনা ? জানতে চাইলে বলেন, এটা আসলে একটা বার্তা সমস্ত ভারতবাসীর কাছে। নিজেদের নিরাপদ রাখুন সবাই। মা মাস্ক পড়লে সবাই মাস্ক পড়বেন বলেই আশা গৌরী বাড়ি দুর্গোৎসব সমিতির কর্তৃপক্ষর। মাকে তো আর যেমন তেমন মাস্ক দেওয়া যায় না। তাই রুপোর মাস্কের পরিকল্পনা।
এবারে ৮৭ বছরে পা দিলো এই দুর্গোৎসব। ১৯৩৪ সাল থেকে চলে আসছে এই সার্বজনীন দুর্গা পূজা। লোকসমাগম হয় প্রচুর। এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এবারে কোডিড পরিস্থিতিতে কি হবে জানা নেই কারো। তবে মা সবার মঙ্গল করবেন এমনই প্রার্থনা সবার। বেশি জাঁকজমক নেই এবারের পুজোতে। গতবার ৪০ লাখের বাজেট ছিল। এবারে এই পরিস্থিতিতে এক তৃতীয়াংশ বাজেটেই পূজো সারবেন কর্মকর্তারা।