এক নজরে

আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ দক্ষিণবঙ্গে

By admin

August 09, 2022

কলকাতা ব্যুরো: নিম্নচাপের শঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনের তুলনায় আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। তবে বৃষ্টি কমই। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ ক্রমেই ঘনিয়ে আসছে ৷হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি বাড়িয়েছে । যার বর্তমান অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের ফলে ৯-১১ অগস্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া এই দু’টি জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।৯-১১ অগস্ট নিম্নচাপটি সমুদ্রের উপরে অবস্থান করায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলোতে মাঝেমধ্যেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি।আশা করা যাচ্ছে, উপকূলীয় জেলাগুলিতে এই নিম্নচাপ চাষবাসে অনেকটা সাহায্য করবে। এই বৃষ্টিতে কলকাতা এবং হাওড়াতে জল জমে যাওয়া সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েক দিন। সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ ৷ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা। বৃষ্টি হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।