এক নজরে

#Weather Update – নিম্নচাপের শক্তিক্ষয়

By admin

August 12, 2022

কলকাতা ব্যুরো: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা সেভাবে মিলছে না। ফলে বৃষ্টির ঘাটতি মেটার যে আশা নিম্নচাপের হাত ধরে আশা করেছিল দক্ষিণবঙ্গ, সেই আশায় জল । আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে নিম্নচাপের শক্তি কমেছে। পশ্চিমবঙ্গের উপকুলে আরও একটি ঘূর্ণাবর্ত উপস্থিত। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও তা বর্ষার প্রত্যাশিত বৃষ্টি নয়। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবেই হয়েছে। আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। একইভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি হবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টি হবে না। ফলে পুরো রাজ্য জুড়েই বৃষ্টিকে তার প্রত্যাশিত মেজাজে পাওয়ার সম্ভাবনা কম।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই। ফলে তাপমাত্রার পারদ সেভাবে না বাড়লেও আদ্রতাজনিত গরমে অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতা শতকরা ৯৫ শতাংশ হওয়ায় গরমের অস্বস্তি রয়েই গিয়েছে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। দিনের আকাশ মেঘলা হলেও কয়েক পশলা বৃষ্টি হবে