এক নজরে

এই বছর সাহিত্যে নোবেল পেলেন আমেরিকার কবি লুইস গ্লাক

By admin

October 09, 2020

কলকাতা ব্যুরো : এই বছর সাহিত্যে নোবেল পেলেন আমেরিকার কবি লুইস গ্লাক। আজ স্টকহোমে সুইস একাডেমির সেক্রেটারি ম্যাটস ম্যালম এই পুরষ্কার ঘোষণা করেন।

১৯৪৩ সালে জন্ম লুইসের। একাধারে কবি এবং প্রবন্ধকার। তার প্রথম কাব্যগ্রন্থ ” ফার্স্ট বর্ন “। অনেকেরই প্রশংসা পেয়েছিলেন প্রথম কাব্যগ্রন্থ লিখে। ১৯৭৫ সালে ” থে হাউস অন মার্শলান্ড ” কাব্যগ্রন্থ তাকে বিশ্ব সাহিত্যে জায়গা করে দেয়। এর পর ধীরে ধীরে পরিচিতি বারে লুইসের। গ্রীক আর রোমান পুরাণ কে কেন্দ্র করে বর্তমানের তালে তাল মিলিয়ে কবিতা রচনা তার। ২০১৬ তে বব ডিলান , আমেরিকার বিখ্যাত গায়ক কবি, সাহিত্যে নোবেল পাবার পর এবার ২০২০ তে আবার আমেরিকার ভাগ্যে সাহিত্যে নোবেল এলো। এর আগে ১৯৯৩ সালে অবশ্য লুইস ” দা ওয়াইল্ড আইরিশ ” বইটির জন্য পুলিৎজার পান। ২০১৪। এক ই বই তাকে এনে দেয় নেশানাল বুক অাওয়ার্ড। লুইস বর্তমানে ইয়াল ইউনিভার্সিটির ইংরিজি অধ্যাপক।