প্রতিবেশীরা করোনা আতঙ্কে দূরে
কলকাতা ব্যুরো: সকাল থেকে বাড়িতেই পড়ে রইলো বৃদ্ধার দেহ, কেউ উকি মেরে দেখলেন, কেউবা মুখ ঘুরিয়ে একরকম পালিয়ে বাঁচলেন।এতদিনের সম্পর্ক ফিকে হলো করোনা আতঙ্কে। বাগবাজার বৃন্দাবন লেনের বাসিন্দা ছায়া চ্যাটার্জি একাই থাকতেন বাড়িতে। বছর সত্তরের বৃদ্ধার ইদানিং শরীর খারাপ হচ্ছিল। এ দিন সকালেই তাঁর মৃত্যুর খবর জানাজানি হয়।
করোনা সন্দেহে কেউই এগিয়ে এলেন না।
কিন্তু এলাকার বাসিন্দারা কেউই এগিয়ে এলেন না দেহ নিয়ে যাওয়ার ব্যাপারে।
শুধু তাই নয়, পাশেই থাকেন বৃদ্ধার দেওর, তিনিও পর্যন্ত কাছে ঘেষলেন না। তাঁর বক্তব্য, আমি একা মানুষ আর কি করব।
অপরদিকে, এলাকার এক বাসিন্দা বলেন, করোনা সন্দেহেই বৃদ্ধার মৃত্যু হয়েছে, এই ভেবে হয়তো কেউই এগিয়ে এল না। দুপুরের পরে পুলিশ গিয়ে সেই দেহ উদ্ধার করে নিয়ে যায়।