কলকাতা ব্যুরো: কারো আট তো কারও আশি। মাসের পর মাসের এমন ঘরবন্দি থাকার পূর্ব অভিজ্ঞতা ছিল না কারোরই। যদিও সময়ের সঙ্গে খাপ খাইয়ে তাও দিব্য এসে গিয়েছিল আওতায়। ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। কিন্তু লক ডাউন আনলক হতে শুরুর পর থেকে মাস কয়েকের সেই অভ্যাসও যেন বদলাতে শুরু করেছিল। বাধ সাধল বৃহস্পতিবার সারা রাজ্যে একইসঙ্গে পূর্ণ লক ডাউনের সিদ্ধান্ত। এদিন যেন ফিরে এল প্রথম দফায় সেই পরিবেশ।
শুনশান পথঘাট। বন্ধ দোকানপাট, বাজার-হাট। রাস্তায় প্রহরারত পুলিশ বাহিনীর টহল আর কড়া চাহনি। স্তব্ধ পরিবহন। বন্ধ অফিস, কাছারি। ঘরবন্দি মানুষ। শুধু কলকাতা নয়, আজ রাজ্য জুড়েই মোটের ওপর একই চিত্র।
ভয়ের নাই বা হোক, চিন্তার কারণ আছে বৈকি! কলকাতায় একদিনের সংক্রমণ প্রায় ৮০০-র কাছাকাছি। যা এযাবৎ কালের মধ্যে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় ৭৯৫ জনের করোনা ধরা পড়েছে। মৃত্যুর সংখ্যাও বেশি। একদিনে ১৯ জনের মৃত্যু হয়ছে শহরে।
রাজ্যে মোট মৃত্যু আগের দিনের তুলনায় বৃহস্পতিবার সামান্য কম। বুধবার মৃতের সংখ্যা ছিল ৩৯ জন। বৃহস্পতিবার ৩৪ জনের মৃত্যু হয়েছে করোনার। মৃত্যু সামান্য কমলেও রাজ্য একদিনের সংক্রমণে আবার নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ হাজার ৪৩৬ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। জেলার মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৪৫ জন, মারা গিয়েছেন ৬ জন।
Previous Articleকরোনার মাঝে গালওয়ান গন্ডগোল
Next Article করোনা চিকিৎসার যোগাযোগের নতুন গাইড
Related Posts
Add A Comment