কলকাতা ব্যুরো: এই নিয়ে পাঁচবার। আগস্টে রাজ্যের পূর্ণ লক ডাউনের ফের দিন বদল করলো রাজ্য সরকার। ২৮ অগস্টের প্রস্তাবিত লক ডাউন প্রত্যাহার করা হলো বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুখ্য সচিব। এর ফলে রাজ্যে ২০, ২১, ২৭ এবং ৩১ আগস্ট পূর্ণ লক ডাউন পালিত হবে।
২৭ এবং ২৮ আগস্ট যথাক্রমে বৃহস্পতি এবং শুক্রবার। শনি এবং রবিবারও ব্যাঙ্ক বন্ধ। ফের ৩১ আগস্ট সোমবার রাজ্যে লক ডাউন। এই পরিস্থিতিতে ব্যবসা এবং ব্যাংকের কাজ মার খাবে বলে জানানো হয়েছিল রাজ্যকে। সে কথা বিবেচনা করেই রাজ্যের এই সিদ্ধান্ত বলে এদিন তাঁর জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মুখ্য সচিব।