এক নজরে

#ShaneWarne: ৫২তেই বিদায় স্পিনের জাদুকর শেন ওয়ার্ন

By admin

March 04, 2022

কলকাতা ব্যুরো: গত কয়েক মাস ধরে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের একের পর এক মৃত্যু কিছুটা হলেও বিশ্ববাসীকে স্তব্ধ করেছে। তবে হঠাৎ পাওয়া এই ব্যক্তির মৃত্যু সমস্ত ক্রিকেটপ্রেমীকে যে স্তব্ধ করে দেবে তা স্বাভাবিক। তিনি হলেন বাইশ গজে আঙ্গুলের ভেলকির জাদুকর শেন ওয়ার্ন। থাইল্যান্ডের কো সামুইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এই তারকা ক্রিকেটারের মৃত্যুটা ঠিক যেন রঙিন জীবন বেরঙিন হয়ে যাওয়া। শুক্রবার সকালে রডনি মার্শের মৃত্যুর পর ওয়ার্ন নিজেই শোকবার্তা টুইট করেন। আর বেলা ফুরোতে না ফুরোতে তিনিও চলে গেলেন না ফেরার দেশে। 

বাইশ গজে তার কাছে বড় বড় ক্রিকেটারকে পরাজয় স্বীকার করতে হয়েছে, কিন্তু মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুর কাছে তাঁর পরাজয় অবিশ্বাস্য। ২৩ বছর বয়সে ভারতের বিরুদ্ধে সিডনিতে প্রথম টেস্ট অভিষেক হয় ১৯৯২ সালে। তারপরে তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তিনি ১৪৫ টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮ উইকেট শিকার করেছিলেন ও ১৯৪ টি ওয়ানডে ম্যাচে তার শিকার ২৯৩ উইকেট। ক্রিকেট বিশ্ব তাকে এক কথায় বারবার স্যালুট করেছে “ভেলকির জাদুকর” বলে। 

শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন একে অপরের প্রতিদ্বন্দী । আর এই প্রতিদ্বন্দ্বিতাকে ক্রিকেট বিশ্ব উপভোগ করতো মাঠে। আবার ক্রিজের বাইরে এই ক্রিকেটের দুই কিংবদন্তি একে অপরের পরম প্রিয় বন্ধু। ক্রিকেটার হিসেবে যতটা সুখ্যাতি তিনি অর্জন করেছিলেন, তার বাইরে তার অনেক কুখ্যাতিও তাড়া করে বেড়াতো। যদিও তার দুরন্ত স্পিনে তুলনায় ম্লান হয়ে গেছিল ব্যভিচারীতা, যৌনাচারের মতো অভিযোগ। তিনি তার সুখ্যাতি বা কুখ্যাতি- দিয়ে সব সময় হেডলাইনে থেকে গেছেন এবং তার আকস্মিক মৃত্যুটাও হেডলাইনে জায়গা করে নিল। 

তবে তাঁর যতই কুখ্যাতি থাকুক ক্রিকেট বিশ্ব শেন ওয়ার্নকে লেগ স্পিনের বাদশা বলেই মানে। আজও তার বোলিং একশন ক্রিকেটপ্রেমীদের ও নতুন খেলোয়াড়দের বারবার ভাবিয়ে তোলে how is it possible? তেমন ভাবেই তাঁর ৫২ বছরে আকস্মিক মৃত্যুটাও ক্রিকেটবিশ্বের কাছে how is it possible, Shane Warne no more….