এক নজরে

বিশ্ব হাতি দিবসের পর বাঁহাতি দিবস আজ

By admin

August 13, 2020

কলকাতা ব্যুরো : জানেন নিশ্চয় কাল বিশ্ব হাতি দিবস ছিল। আর আজ, ১৩ আগষ্ট বিশ্ব বাঁহাতি দিবস। পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ বাঁহাতি। বা হাতে খান, লেখেন, ছবি আঁকেন একরকম মানুষের সংখ্যা নেহাত কম নয়। এমনকি বেশ কিছু ক্ষেত্রে বাঁহাতি মানুষরা বিশ্বের শ্রেষ্ঠ আসন দখল করে নিয়েছেন বহু পেশায়। সমাজের সব স্তরেই ছড়িয়ে আছেন কিংবদন্তি লেফট হান্ডার। যেমন ধরুন মহাত্মা গান্ধী। জাতির জনক গান্ধীজি বাঁহাতি ছিলেন। বাঁহা তে তুলে নিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের লাঠি। বাঁহাতি ছিলেন বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। তার তুলির টন পড়ত বাঁহাতে। সমাজসেবা এবং আরও অন্য কাজের সঙ্গে যুক্ত আমাদের মাদার টেরেসা বাঁহাতি। পরে শান্তির জন্য নোবেল ও পান মাদার। লেফটি ছিলেন স্বয়ং নেপোলিয়ন বোনাপার্ট। তলওয়াড় চালাতেন বাঁহাতে। চার্লি চ্যাপলিন, বিখ্যাত অভিনেতা, যার মজার মজার সিনেমা মানুষকে আনন্দ দিয়ে চলেছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম কে তিনিও লিফটি ছিলেন। ভালো করে তার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। অ্যারিস্টটল , বিখ্যাত দার্শনিক যার লেখা পয়েটিকস পরে গ্রীকরা নাটক লিখেছেন এক সময় তিনিও বাঁহাতি ছিলেন বলে জানা যায়। আর শেষে আসবো মহারাজার কথায় । লর্ডস এর মাঠে অমন সুন্দর কভার ড্রাইভগুলো তো ভোলাই যায় না। আর যে যাই বলুক ইংল্যান্ড এ ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর খ এ ভাবে নিজের জামা খুলে বা হাতে ঘুরিয়েছিলেন। হ্যাটস অফ আল লেফট হান্ডার্স।