কলকাতা ব্যুরো: বেইরুটে পালাবদল। দেশ জুড়ে প্রবল জনবিক্ষোভের মুখে শেষপর্যন্ত সোমবার সন্ধ্যায় পদত্যাগ করল লেবানন সরকার। লেবাননের রাষ্ট্রপ্রধান সরকারের ইস্তফাপত্র গ্রহণ করেছেন।
দেশের প্রধানমন্ত্রী হাসান দিয়াব স্বীকার করেন, বন্দর এলাকায় সাত বছর ধরে বিস্ফোরক গুদামজাত করে রাখা নিঃসন্দেহে একটি ধারাবাহিক দূর্নীতির প্রমাণ। লেবাননের প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ এই ভয়াবহ দূর্নীতিতে জড়িতদের অভিযুক্ত করছেন। তাদের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমি ইস্তফা দিচ্ছি।
সরকার পদত্যাগ করায় লেবাননের পরিস্থিতি আরও ঘোরালো হল। গত সপ্তাহে বেইরুটের বন্দর এলাকায় মারাত্মক এক বিস্ফোরণের পর থেকে সরকার বিরোধীতা ক্রমশ চরমে উঠছিল। ওই বিস্ফোরণে নিহত এখনও ১৬৩ জনের দেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩০০০ মানুষ। এছাড়া তিন লক্ষ লোকের মাথার ছাদ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ওই বিস্ফোরণে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সরকারের শস্যভাণ্ডার, যেখানে সারা বছরের জন্য প্রয়োজনীয় খাদ্যশস্যের প্রায় ৮৫ শতাংশ মজুত ছিল। এই বিরাট ভাণ্ডার শেষ হয়ে যাওয়ায় অচিরেই লেবাননে খাদ্যসংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
জনবিক্ষোভের চাপে এর আগেই লেবাননের বেশ কয়েকজন মন্ত্রী ইস্তফা দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সরকার ভেঙে দিয়ে নিজেই প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন হাসান দিয়াব। এর ফলে লেবাননের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হল।
এমনিতেই দেশটা আর্থিক দিক থেকে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে চলছিল। গত সপ্তাহের বিস্ফোরণ লেবাননের মেরুদণ্ডটাই গুঁড়িয়ে দিয়েছে। সরকার ইস্তফা দেওয়ায় এখন দেশ পরিচালনায় জটিলতা তৈরি হবে।