এক নজরে

#StockMarket : গ্যাপ ডাউন শুরু পরে পার্শবর্তী যাত্রা শেয়ার বাজারে

By admin

September 07, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন বাজার ডাও জেমস ইন্ডাস্ট্রিয়াল সূচকে ১৭৩ অঙ্কের পতন হলেও ভারতীয় সূচক নিফটি ও সেনসেক্স এ নেই তেমন পতন। মানে এই যে কালকের থেকে মাত্র ৩১.২০ পয়েন্ট কমে ১৭৬২৪ এ বন্ড হয় নিফটি , অন্য দিকে ১৬৮.০৮ পিন কমে ৫৯০২৮ র ঘরে বি এস ই সেনসেক্স ।

মার্কিন বাজারে পতন দেখা দিলেও উর্ধ গতি না হলেও তেমন পতন হয়নি নিফটি ও সেনসেক্স এ। আজ শুরুতেই ১৭৫৪১ র সমর্থন এলাকা থেকেই গ্যাপ ডাউন শুরু হয় নিফটির এর পরেই শুরু হয় পার্শবর্তী যাত্রা। যদিও বিকেলে পুনরুদ্ধার করে ১৭ ,৬৫০ বেড়ে সূচকটি শেষ পর্যন্ত ৩১ পয়েন্ট কমে ১৭ ,৬২৪ -এ স্থির হয়। ওপেনিং টিক থেকে পুনরুদ্ধারের পরিপ্রেক্ষিতে, সূচকটি দৈনিক চার্টে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করে কিন্তু ১৭ ,৪০০ ও ১৭ ,৮০০ রেঞ্জের মধ্যে ঘোড়া ফেরা করে।

অটো এবং ব্যাঙ্ক স্টকগুলি বাজারকে টেনে তুলে তবে এফএমসিজি, আইটি এবং ফার্মা স্টকগুলিতে আজ ক্ষতির সামনে পড়েছে। তবে গত দুই দিনের ধারা কে টিকিয়ে রেখে নিফটি মিডক্যাপ ১০০ সূচক অর্ধ শতাংশ বেড়েছে এবং স্মলক্যাপ ১০০ সূচক ইতিবাচক ০ .৮ শতাংশ বেড়েছে। ০.৮ শতাংশ কমে ১৯.৩৭ হলেও এখনো বাজারের উপরে যাওয়ার অনুকূলে নেই ইন্ডিয়া ভিক্স। এরই মধ্যে ১৭৮০০ থেকে ১৭২০০ অপসন তথ্য। আবার মার্কিন বাজারের গতির সাথেই বাড়তে পারে নিফটি যেতে পারে সর্বোচ্চ দামে।

তবে নিফটির থেকে আজ সামান্য দুর্বল ছিল ব্যাঙ্ক নিফটি। ৩৯ ,৩৩৮ র গ্যাপ ডাউন দিয়ে শুরু করে নিফটি ব্যাঙ্ক পরে সেই পার্শবর্তী ৩৯ ,৩০০ -৩৯ ,৫৫০ মধ্যেই রয়ে যাই সারা দিন। পরে ২১১ পয়েন্ট কমে ৩৯ ,৪৫৬ এ বন্ধ হয় এবং ছোট আকারের বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, যার ক্লোজিং ওপেনিং লেভেলের চেয়ে বেশি ছিল।

ব্যাঙ্কিং সূচকটি ১ ,৫০০ পয়েন্টের এলাকায় আটকে আছে, যেখানে কঠোর প্রতিরোধ ৪০ ,০০০ দৃশ্যমান এবং সমর্থন ৩৮ ,৫০০ ।