বেশ কয়েক বছর আগেই তিনি নিজেকে সিনেমা দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন। যদিও অভিনয় জীবনেও একটার পর একটা ছবিতে অভিনয় করতে তাঁকে দেখা যায়নি। তবে ষাটের দশক থেকে আশির দশকের শুরু পর্যন্ত তাঁর মাত্র কয়েকটি বাংলা ছবিতে তাঁর উপস্থিতি এতটাই উজ্জ্বল ছিলে যে দর্শকরা তাঁকে ভুলে যেতে পারেন নি।
টলিউডের বহু নায়িকাই তাঁদের ছবি মুক্তির আগে নাম পাল্টে ফেলেছিলেন। কারন যাই থাক না কেন, মাধুরী মুখার্জি হয়েছিলেন মাধবী মুখার্জি, চুমকি রায় হয়েছিলেন দেবশ্রী রায়, ইন্দিরা চট্টোপাধ্যায় হয়েছিলেন মৌসুমি চট্টোপাধ্যায়, শিপ্রা রায়চৌধুরি হয়েছিলেন মহুয়া রায়চৌধুরি। তেমনই কোচবিহারের আরতি ভৌমিক ‘অনুষ্টুপ ছন্দ’ মুক্তির আগে হয়েগিয়েলেন অঞ্জনা ভৌমিক। পীযূষ বসুর এই ছবিতেই তাঁর আবির্ভাব, এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, বসন্ত চৌধুরী, সুমিতা সান্যাল, মলিনা দেবী, লিলি চক্রবর্তী, সীতা মুখোপাধ্যায়, এন. বিশ্বনাথন, সতীন্দ্র ভট্টাচার্য প্রমুখ।
কোচবিহার সুনীতি অ্যাকাডেমির মেধাবী ছাত্রী আরতির সমান আকর্ষণ ও আগ্রহ ছিল খেলাধূলাতেও। বাবার বদলির চাকরির কারণে উত্তরবঙ্গের পাট চুকিয়ে তাঁকে চলে আসতে হয় কলকাতায়। ভর্তি হন সরোজিনী নায়ডু কলেজে। ছকভাঙা সুন্দরী হিসেবে পরিচিত মহলে প্রশংসিত হলেও আরতি কোনওদিন ভাবেননি সিনেমায় অভিনয় হবে তাঁর পেশা। কিন্তু ভাবনার বাইরে যা ছিল, হল সেটাই। ২০ বছর বয়সে পীযূষ বসুর ছবি ‘অনুষ্টুপ ছন্দ’-তে অভিনয়ের সুযোগ পান তিনি। তারপরেই পালটে গেল জীবন-চলার পথ।
ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় অঞ্জনা ভৌমিকের অবদান অসামান্য। ‘চৌরঙ্গী’ ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তিনি অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটিকেও দর্শকেরা ভালোবেসেছিলেন। এছাড়াও অঞ্জনা ভৌমিক অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘ভাগ্যলিপি’, ‘রৌদ্রছায়া’, ‘প্রথম বসন্ত’, ‘শুকসারি’, ‘কখনো মেঘ’-এর মতো ছবি৷ বাংলা ছবির জগতে সবচেয়ে প্রিয় জুটি উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া জুটি দর্শক চিত্তে ঝড় তুলেছিল। কিন্তু সেই ভিড়েও আলাদা জায়গা করে নিয়েছিল উত্তম-অঞ্জনা জুটি। মহানায়কের নায়িকা হিসাবে ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’, ‘রৌদ্র ছায়া’, ‘রাজদ্রোহী’-র মতো ছবির দর্শক অঞ্জননাকে মনের মণিকোঠায় গেঁথে রেখেছে।
অঞ্জনাকে নিয়ে উত্তম কুমার নির্ভরশীলতার কথা উঠলে সেই ছকও তিনি ভেঙেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মহাশ্বেতা’য় অভিনয় করেছিলেন। ‘নিশিবাসর’, ‘সুখে থাকো’, ‘দিবারাত্রির কাব্য’, ‘শুক সারি’র মতো জনপ্রিয় বাংলা ছবির সাফল্যের অন্যতম কাণ্ডারী অঞ্জনার প্রাণঢালা অভিনয়। উল্লেখ্য, ‘থানা থেকে আসছি’ ছবিতে তাঁর অভিনয় বাঙালি দর্শক কোনোদিনই ভুলতে পারবে না।