এক নজরে

#La Ganesan : মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন লা গণেশন

By admin

July 18, 2022

কলকাতা ব্যুরো: শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন (La Ganesan)। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধ্যায় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন নতুন রাজ্যপালের শপথগ্রহণে দেখা যায়নি। শুভেন্দুর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে বিজেপির তরফে দুই প্রতিনিধি এদিন হাজির ছিলেন। উপস্থিত ছিলেন বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্ত্রী সুদেশ ধনকড়ও।

সোমবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন লা গণেশন (La Ganesan)। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ঠিক হয় আজ সন্ধেয় রাজ্যপাল পদে শপথ নেবেন তিনি। আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। প্রোটোকল মেনে রাজভবনের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ধনকড় পরবর্তী সময়ে বাংলার রাজ্যপাল কে হবেন, তা ঘিরে জল্পনা তৈরি হয়। এক্ষেত্রে সবচেয়ে চর্চিত নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। কিছুদিন আগে তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন নকভি। পাশাপাশি উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর থেকেই কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে রাজ্যপাল পদে বসানো নিয়ে বাংলার রাজনীতিতে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।

সোমবার সেই জল্পনায় কিছুটা হলেও বাড়তি অক্সিজেন দিলেন শিশিরবাবু। এদিন দিল্লির সংসদ ভবনে গিয়ে ভোট দেন তিনি। সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, শোনা যাচ্ছে আপনাকে রাজ্যপাল করা হতে পারে, আপনার সঙ্গে কি কোনও আলোচনা হয়েছে এ ব্যাপারে? জবাবে শিশিরবাবু বলেন, আমি একজন কর্মঠ লোক। যদি আমাকে দেন, তা হলে আমি আমার দায়িত্ব পালন করব। যাঁরা করবেন তাঁরা যদি দয়া করে দেন তা হলে নিশ্চয়ই পালন করব। তবে এই বিষয়ে আমি কিছু জানি না। ফলে বাংলার রাজ্যপাল পদ নিয়ে জল্পনা জিইয়ে রইল।

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের কারনেই সোমবারই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জগদীপ ধনকড়। ঠিক তার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। তাঁর বদলে রাজ্যপাল পদে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। পরবর্তী সময়ে স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে।