এক নজরে

#Accident : গাজোলের জাতীয় সড়কে কৃষ্ণ কল্যাণীর গাড়িতে ধাক্কা লরির

By admin

July 16, 2022

কলকাতা ব্যুরো: গাড়িতে না থাকায় ভাগ্যের জোরে বেঁচে গেলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শনিবার ভোরে আনুমানিক ৫টার কিছু আগে বিধানসভার পিএসি চেয়ারম্যানের কনভয়ের গাড়িতে লরি ধাক্কা (Accident) মারে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোলে ৩৪ নং জাতীয় সড়কে।

তবে সেসময় গাড়িতে না থাকায় বেঁচে গিয়েছেন পিএসির নবনির্বাচিত চেয়ারম্যান তথা তৃণমূল নেতা। আটক করা হয়েছে লরি-সহ চালককে। অভিযোগ, বিধায়কের গাড়ি লক্ষ্য করেই পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এভাবে তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিধায়ক।

জানা গিয়েছে, পদাতিক এক্সপ্রেসে এদিন সকালে মালদা টাউন স্টেশনে নামার কথা ছিল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। সেই মতো তাঁকে রায়গঞ্জে নিয়ে আসতে নিরাপত্তারক্ষীরা গাড়ি নিয়ে মালদায় যাচ্ছিলেন। কিন্তু পথেই গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি লরি পিছন দিক থেকে বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা (Accident) মারে। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

ঘটনায় এক দুই নিরাপত্তা রক্ষী-সহ দফতরের এক কর্মী আহত হয়েছেন। তাঁদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক নিরাপত্তারক্ষীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের জানান, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। তাই এভাবে লরিটি গাড়িটিকে ধাক্কা মেরেছে। হয়তো শত্রুপক্ষ ভেবেছিল তিনি গাড়িতে আছেন কিন্তু কল্যাণী যে গাড়িতে নেই, তা হয়তো তারা জানত না। তাই খুব জোর বেঁচে গিয়েছেন বিধায়ক। তবে গাড়ির অনেক ক্ষতি হয়েছে, আক্ষেপ রায়গঞ্জের বিধায়কের।