%%title%%

এক নজরে

সিনেমা পাড়ায় করোনা ধুম

By admin

August 01, 2020

কলকাতা ব্যুরো: টলিপাড়ায় থরহরিকম্প। আবার অনিশ্চিত লাইট, ক্যামেরা, অ্যাকশন। করোনা হানা দিয়েছে স্টুডিওপাড়ায় । ইতিমধ্যে ১৪ জন কলাকুশলী সংক্রামিত।ভয়ে কেউ শ্যুটিংয়ে আসা বন্ধ করেছেন, কেউ সিরিয়ালটাই আর করবেন না বলে জানিয়ে দিয়েছেন। টালিগঞ্জে তাই অনিশ্চয়তা। সিরিয়ালগুলি চলবে তো? ধন্দে টেলিভিশন চ্যানেলগুলো।

আক্রান্তদের মধ্যে কোন কোন সিরিয়ালের মুখ্য চরিত্রের অভিনেতা বা অভিনেত্রী আছে। যেমন নেহা আমনদীপ। শ্যুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন। পরে করোনা টেস্টে ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। কনে বৌ সিরিয়ালের মুখ্য অভিনেত্রী তিনি।আপাতত তাঁকে বাদ দিয়ে সিরিয়ালটির শ্যুটিং চলছে বটে, কিন্তু অনিশ্চিত এর অগ্রগতি। পরিচালক, প্রয়োজকরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। একই অবস্থা টেলিভিশনে পরিচিত অভিনেতা ভিভান ঘোষের। তিনিও একটি সিরিয়ালের মুখ্য চরিত্রে।করোনা পজিটিভ ধরা পড়ায় তিনি হোম কোয়ারান্টিনে। সিরিয়ালটির শ্যুটিং অনিয়মিত।

অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায় স্টুডিও পাড়ায় যাওয়া বন্ধ করেছেন। কবে ফের যাবেন, তিনি নিজেও ধোঁয়াশায়। এরকম অনেকেই টলিপাড়ামুখো হচ্ছেন না।অথচ অনেক চেষ্টা চরিত্রের পর জুনের মাঝামাঝি শ্যুটিং শুরু হয়েছিল টালিগঞ্জে। লকডাউন শুরু হতে মার্চের শেষ সপ্তাহ থেকে তালা পড়েছিল টলিপাড়ায়।তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতাদের চেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শর্তসাপেক্ষে শ্যুটিং শুরুর অনুমতি দেন মার্চের মাঝামাঝি। কিন্তু করোনাতঙ্কে এখন টলিপাড়ায় যেতেই ভয় পাচ্ছেন শিল্পী ও টেকনিশিয়ানরা। ভয় বাড়িয়েছে করোনার মতিগতি।

যাঁরা করোনা পজিটিভ হয়েছেন টলিপাড়ায়, তাঁদের সবাই প্রায় উপসর্গহীন। মুখ্যমন্ত্রীর দেওয়া শর্ত অনুযায়ী শ্যুটিং ফ্লোরে সব মিলিয়ে থাকতে পারেন ৪০ জন।সকলের এখন ভয়, এর মধ্যে কে উপসর্গহীন করোনা পজিটিভ হয়ে বসে আছেন কে জানেন। তাঁর কাছ থেকে তো সংক্রমণ ছড়াতে পারে। মহাবিপাকে টালিগঞ্জের রূপোলী জগৎ।এমনিতেই টেকনিশিয়ানের প্রাপ্য না মেটানোয় এ দিন থেকে কাজ বন্ধ হয়েছে দুটি চ্যানেলের ১৫ টি সিরিয়ালের শ্যুটিং। তারপরে করোনার এই দাপটে নতুন করে ঝড় উঠেছে টলি পাড়ায়।