এক নজরে

#ZeroShadowDay : জামাইষষ্ঠীতে ছায়াহীন তিলোত্তমা

By admin

June 05, 2022

কলকাতা ব্যুরো: কলকাতা আজ ‘ছায়াহীন’। কারণ আজ মধ্য দুপুরে শহর কলকাতায় ছায়া ভ্যানিশ হয়ে যাবে। আজগুবি নয়, এমনকী এটাও নয় যে মেঘলা দিনে ছায়া পড়ে না মাটিতে ! একদিকে রবিবার জামাইষষ্ঠী, অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস ৷ এছাড়াও আজ আরেকটি বিরল ঘটনা ঘটবে বেলা ১১টা ৩৪ মিনিটে ৷

জ্যোতির্বিজ্ঞানে এটা বিরল ঘটনা। এদিন দুপুর সাড়ে ১১টা নাগাদ থেকে দিনের বাকি সময়টা মাথার উপর গনগনে সূর্য থাকলেও রোদের কারণে মাটিতে কোনও ছায়া পড়বে না ৷ জীব-জড় কোনও কিছুরই আলো-অন্ধকারের খেলা দেখা যাবে না । ৫ জুনের পর আগামী মাসে অর্থাৎ ৭ জুলাই ফের একই ঘটনার সাক্ষী হবে মহানগর কলকাতা । বিজ্ঞানের পরিভাষায় এই দিনটাকে বলা হয় ‘জিরো শ্যাডো ডে’ (#ZeroShadowDay )। চলতি বছরে দু’দিন কলকাতা এমন ঘটনা দেখতে পাবে।

সূর্য এবং পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে। বছরে দু’বার দক্ষিণায়ন এবং উত্তরায়নের সময় এই ঘটনা ঘটে। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ন (২২ ডিসেম্বর-২১ জুন) এবং দক্ষিণায়নের (২১ জুন-২২ ডিসেম্বর) সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে (২৩.৫ ডিগ্রি) হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায়। এই সময় সূর্যের আলো উল্লম্বভাবে পড়বে। ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে পড়ে। তাই মনে হবে যেন ছায়া নেই।

চাঁদিফাটা রোদ, আর্দ্রতাজনিত প্যাচপ্যাচে গরম, মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষার বঙ্গে প্রবেশের নির্ঘণ্ট সরিয়ে আজকের আবহাওয়ার খবরে ছায়াময়তার উধাও হওয়ার ঘটনা উল্লেখযোগ্য। শনিবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে।

রবিবার দিনের আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা এবং নির্দিষ্ট সময়ের পরে ছায়াহীন। বিকেলে ঝড়-বৃষ্টি হতে পারে। আজ কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে।