এক নজরে

করোনায় চলে গেলেন কলকাতা পুলিশের এসি

By admin

August 21, 2020

কলকাতা ব্যুরো: আজ ভোরে কলকাতা পুলিশের এসিস্টেন্ট কমিশনার উদয় শঙ্কর ব্যানার্জী ডিসান হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।গত ১৭ তারিখ সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্টজনিত কারণে তারপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। আজ ভোর রাতে মারা যান। সেন্ট্রাল ডিভিশনে কর্মরত উদয়বাবু দক্ষ অফিসার হিসেবে সুনাম অর্জন করেছিলেন।করোনা ডিউটি চলাকালীন ১১ আগস্ট থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। শারীরিক পরীক্ষার পাশাপাশি করোনা নমুনাও পাঠান। তিনদিন পর রির্পোট পজিটিভ আসে। ওই দিনই বিশুদ্ধানন্দ হাসপাতালে ভর্তি হন। অবস্হার অবননি হওয়ায় ডিসানে ভর্তি হন।এই প্রথম কলকাতা পুলিশের এসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার কোনো অফিসার করোনায় মারা গেলেন। তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। উদায়বাবুকে নিয়ে কলকাতা পুলিশের ন’জন কর্মী-অফিসার করোনার বলি হলেন। এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২২০০ পুলিশকর্মী।