কলকাতা ব্যুরো: একদিকে কাজের দিনে যাত্রীসংখ্যা হু হু করে বেড়ে যাওয়া, আর অন্যদিকে দুর্গাপুজোর বাজারের জন্য রাস্তায় ভিড় দেখে আগামী সপ্তাহের থেকে রবিবার মেট্রো চালানো শুরু করবে কর্তৃপক্ষ। আপাতত সকাল দশটা বেজে দশ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রবিবার মেট্রো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ১৩ সেপ্টেম্বর প্রথম নিট পরীক্ষার্থী দের জন্য মেট্রো চালু করা হয়। পরের দিন থেকে সাধারণ যাত্রীদের জন্য সপ্তাহে ছ দিন মেট্রো চালু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রবিবার মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছিল। সংস্থার তরফে বক্তব্য, যেভাবে কাজের দিনগুলোতে যাত্রী সংখ্যা ৫০ হাজার পার করেছে তাতে এমনিতেই রেক সংখ্যা ১১০ থেকে ১১৬ করতে হয়েছে।
আর এখন দূর্গা পূজার জন্য মোটামুটি সব বাজার এবং শপিং মল খুলে গিয়েছে। বাজারে ভিড় হচ্ছে। এই অবস্থায় কলকাতার মেট্রো রবিবার চলাচল বন্ধ রাখা ঠিক হবে না মনে করেই ৪ অক্টোবর থেকে রবিবার মেট্রো চালানো শুরু করার ভাবনা চিন্তা নিয়েছে কর্তৃপক্ষ।