এক নজরে

করোনায় কলকাতা মেট্রোর নতুন নিয়ম কানুন

By admin

September 07, 2020

কলকাতা ব্যুরো : করোনা অতিমারির মধ্যেও মেট্রো রেল চলবে কিছুদিনের মধ্যেই। তবে মেট্রোয় চড়তে গেলে এখন থেকে কিছু নিয়ম-কানুন মানতে হবে। কি সেই নতুন নিয়ম? জেনে নিন!

১। টিকিট করবেন কি করে?– প্রথমে মেট্রো রেলওয়ে কলকাতা অ্যাপ এ যান। অ্যাপ ডাউনলোড করুন। রেজিস্ট্রেশন করুন ফোন নম্বর আর ইমেইল আইডি দিয়ে। স্মার্ট কার্ড অনলাইন রিচার্জে যান এবং আপনার কার্ড রিচার্জ করুন। ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন। মেট্রো ওয়েবসাইট https//mtp.indianrailways.gov.in এ গিয়েও একইভাবে আপনি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে পারবেন। ন্যুনতম ১০০ টাকা দিয়ে স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে। ১ বছর পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে।

২। যদি টোকেন নেন তবে একবারই শুধু যাবার জন্য নিতে পারবেন। যাওয়া ও আসা বা রিটার্ন জার্নির জন্য টোকেন দেওয়া হবে না। টোকেন কেনার ৪৫ মিনিটের মধ্যে আপনাকে পেড এরিয়ার মধ্যে ঢুকে যেতে হবে। ৪৫ মিনিটের মধ্যে না ঢুকলে সেই টোকেনে আর যাত্রা করা যাবে না। 

৩। স্টুডেন্ট স্মার্ট কার্ড – যারা স্টুডেন্ট স্মার্ট কার্ড নেবেন তাদের স্টেশনে গিয়ে স্মার্ট কার্ড কিনতে হবে। বিশেষ কিছু স্টেশনে এই কার্ড পাওয়া যায়। ৬০ টাকা দিয়ে কিনতে হবে কার্ড। ৪০ থেকে ৮০ টি রাইড ফ্রি পাবেন। ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত অর্থমূল্য হিসাবে স্মার্ট কার্ড দেওয়া হবে। সময় শেষ হলে এই কার্ড আবার রিচার্জ করাতে হবে।

৪। দুরত্ব বিধি মানতে হবে সবসময়। মুখে মাস্ক পড়তে হবে। 

৫। দুরত্ব বিধি মানার জন্য লোক সংখ্যা মেট্রোতে কমানো হবে। প্রত্যেক যাত্রীর জন্য থার্মাল স্ক্রিনিং-এর ব্যাবস্থা করা হবে।

৬। রেল কর্তৃপক্ষের মতে স্মার্ট কার্ড নেওয়া ভালো। টোকেন নিলে বহু হাত ঘুরে সেই টোকেন আপনার হাতে আসবে। ফলে সংক্রমণের ভয় বেশি থাকবে।