এক নজরে

১৪ বা ১৫ সেপ্টেম্বর চালু হবে মেট্রো

By admin

September 03, 2020

কলকাতা ব্যুরো: ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর কলকাতার মেট্রো পরিষেবা চালু হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারের সঙ্গে মেট্রো কর্তাদের মধ্যে a ব্যাপারে বৈঠক হয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মেট্রো চালানোর কথা ভাবা হয়ছে। যদিও রবিবার মেট্রো পরিষেবা চালু থাকবে কিনা তা এখনো নিশ্চিত হয়নি। এ ব্যাপারে আরো কিছু আলোচনার জন্য শুক্রবারও বৈঠক হতে পারে।

দেশের সব শহরে মেট্রো পরিষেবা চালু ব্যাপারে নির্দিষ্ট করে গাইডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একমাত্র মুম্বাই মেট্রো ছাড়া বাকি সব শহরে ৭ সেপ্টেম্বরের পড়ে মেট্রো চালু করার ব্যাপারে রেল মন্ত্রক অনুমতি দিয়েছে। কলকাতার মেট্রো চালানোর ক্ষেত্রেও করোনা সংক্রান্ত নির্দেশিকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনরকম উপসর্গ নেই এমন ব্যক্তি মেট্রো চড়তে পারবেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

কলকাতার বেশ কিছু এলাকায় এখনো কনটেইনমেন্ট জোন রয়েছে। মেট্রোর কোন গেট যদি ওই কন্টাইন্মেন্ট জুনের মধ্যে পড়ে যায়, সে ক্ষেত্রে সেই গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে ভিড় সামাল দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি যতটা সম্ভব কম লাগেজ নিয়ে যাত্রীদের ভ্রমণ করার জন্য পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।