এক নজরে

দিনের ব্যস্ত সময় সাত মিনিট অন্তর মেট্রো

By admin

December 06, 2020

কলকাতা ব্যুরো: সোমবার থেকেই দিনের ব্যস্ত সময় আগের মতই সাত মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। আগের অবস্থায় ১৯০ টির বদলে দ্রুত সার্ভিস দিতে এখন ২০৪ টি রেক চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল গত শনিবার কলকাতা মেট্রো আরো স্বাভাবিক হচ্ছে বলে টুইট করে জানিয়ে দিয়েছিলেন।করোনা আবহে দীর্ঘ প্রায় ছ মাস বন্ধ থাকার পর ১১ নভেম্বর প্রথম চালু হয়েছিল মেট্রোরেল। তারপর থেকে ক্রমশ সংখ্যা বাড়াতে বাড়াতে সোমবার থেকে তা আরো স্বাভাবিক করা হচ্ছে। মেট্রো চলাচল বাড়ায় যাত্রী আরো বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।করোনা আবহে মেট্রোর ভিড় নিয়ন্ত্রণে রাখতে ই পাশের যে ব্যবস্থা করা হয়েছিল, তা অনেকটাই লঘু করা হলেও, এখনই পুরোপুরি সেই ব্যবস্থা তোলা হচ্ছে না। যদিও আগেই বৃদ্ধ, মহিলা ও ছোটদের ছাড় দেওয়ার সঙ্গেই এবার সকাল সাতটা থেকে সাড়ে আটটা এবং রাত আটটার পরে আর ই পাসের পাশের প্রয়োজন হবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।সোমবার থেকে সময়েরও পরিবর্তন হচ্ছে মেট্রোয়। এখন থেকে সোম থেকে শনিবার সকাল আটটার পরিবর্তে সাতটায় দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়বে প্রথম মেট্রো। নোয়াপাড়া থেকে এক ঘন্টা আগে সাতটা বেজে নয় মিনিটে ছাড়বে প্রথম রেক। আবার রাতে নটার বদলে সাড়ে নটায় পাওয়া যাবে শেষ মেট্রো। একইভাবে নোয়াপাড়া থেকে আধঘন্টা পিছিয়ে শেষ মেট্রো পাওয়া যাবে ন টা ২৫ মিনিটে। মেট্রোরেলের হিসেব অনুযায়ী, এখন যাত্রীসংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে কলকাতার লাইফ লাইনে। ফলে মেট্রোরেল আরো বেশি করে সার্ভিস দিতে রেক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।