এক নজরে

করোনা আক্রান্তের বাড়িতে পোষ্টারে আপত্তি সুপ্রিম কোর্টের

By admin

December 01, 2020

কলকাতা ব্যুরো: কোন বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে কেন সেই বাড়িতে চিহ্নিত করা হচ্ছে, তা নিয়ে এবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সামাজিকভাবে এর ফলে বহু পরিবার এক ঘরে হচ্ছে, নানান রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল। কিন্তু তারপরেও বেশকিছু রাজ্য সেই পুরনো পথেই হাটে। এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ জানিয়ে দিল, এমন ভাবে চিহ্নিতকরণ করা চলবে না তাতে পরিবারগুলি সামাজিক বয়কটের শিকার হতে পারে।

এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে গাইডলাইন দেওয়ার জন্য আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন কেন্দ্র থেকে দাবি করা হয়, কিছু রাজ্য নিজেদের মতো করেই এমন চিহ্নিত করার সিদ্ধান্ত নিচ্ছে। তখন সুপ্রিমকোর্ট উদাহরণ দেয়, দিল্লির কেজরিওয়াল সরকারের। কেজরিয়াল সরকার আগেই জানিয়ে দিয়েছিল, কোন পরিবারকে করোনা আক্রান্ত হলে সেই বাড়ি চিহ্নিত করাতে আপত্তি রয়েছে সরকারের। কেন না সে ক্ষেত্রে পরিবারটি সামাজিক সমস্যায় পড়বে।সুপ্রিম কোর্ট কেন্দ্রকে জানায়, মামলাটি আগামী বৃহস্পতিবার শোনা হবে। তার আগে এ নিয়ে কেন্দ্রের গাইডলাইন বা বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট।এ রাজ্যেও এমন ছবি বারেবারে ধরা পড়েছে। শুধু সাধারণ মানুষই নয়, বিডিও থেকে সরকারি আধিকারিক, এমনকি চিকিৎসককে পর্যন্ত একঘরে করে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত হওয়ায়। সম্প্রতি কাঁচরাপাড়া পুরসভা এমনভাবেই করোনা আক্রান্ত পরিবারকে চিহ্নিত করে বাড়িতে পোস্টার দিয়েছিল। এবার সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করায় আগামী দিনে এই সমস্যার সমাধান হবে বলে আশা নাগরিকদের।