এক নজরে

একাকীদের পাশে পুরসভা

By admin

August 20, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহে শহরে একা থাকা প্রবীণদের সাহায্যের জন্য আবাসনগুলিতে প্রয়োজনীয় ফোন নম্বর সম্বলিত পোস্টার লাগাচ্ছে পুরসভা। পোস্টারে রাজ্য সরকারের কোভিড সংক্রান্ত হেল্পলাইন নম্বর, এম্বুলেন্সের হেল্পলাইন নম্বর, টেলিমেডিসিনের হেল্পলাইন নম্বর ও পুর প্রশাসকবোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের হোয়াটসাপ নম্বর দেওয়া রয়েছে। পুরভবনে আজ কলকাতার নাগরিকদের সহায়তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগের নম্বর সম্বলিত একটি বুকলেট প্রকাশ করা হয়। বুকলেটে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন নম্বর, থানাভিত্তিক নির্দিষ্ট ডাক্তারবাবুদের ফোন নম্বর, এম্বুলেন্স, হাসপাতাল সংক্রান্ত বিশদ তথ্য, আবাসনগুলির পদাধিকারীদের ফোন নম্বর রয়েছে।এ দিনের অনুষ্ঠানে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম, রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, এনকেডিএর চেয়ারম্যান দেবাশিষ সেন উপস্থিত ছিলেন। হাওড়া, বিধাননগর পুরনিগমের তরফ থেকেও রকইরকম বই প্রকাশ করা হবে বলে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।শহরে কোভিড আক্রান্ত কাউকে হাসপাতালে বা সেফ হাউসে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে এক ঘন্টার মধ্যেই এম্বুলেন্স রোগীকে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা রয়েছে বলে পুরসভার দাবি। পুরসভার সেফ হাউসে বর্তমানে একহাজার রোগীর শয্যা খালি রয়েছে।