এক নজরে

খুলে গেলো কোচবিহার রাজবাড়ি

By admin

September 13, 2020

কলকাতা ব্যুরো: লক ডাউনে বন্ধ থাকার পর দর্শকদের জন্য আবার চালু হলো কোচবিহার রাজবাড়ি। তবে তারজন্য টিকিট কাটতে হবে অনলাইনে। রোজ দর্শকরা বেরিয়ে যাবার পর সানিটাইজ করা হবে রাজবাড়ি সহ গোটা প্রাঙ্গণ।