জানা-অজানা

জানতে ক্ষতি কি ?

By admin

July 24, 2020

ভারতে শ্যাম্পু (Shampoo)আবিষ্কার হয়েছিল, ‘শ্যাম্পু’ শব্দটি সংস্কৃত শব্দ চম্পু থেকে এসেছে, যার অর্থ ম্যাসাজ করা।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজি ভাষায় কথা বলার দেশ ।
ভারতবর্ষে সাপ ও মইয়ের খেলাটি ১৩ তম শতাব্দীতে কবি সাধু জ্ঞানদেব তৈরি করেছিলেন। এটি মূলত ‘মোক্ষপত’ নামে পরিচিত ছিল।
বীজগণিত, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের আবিষ্কার ভারতবর্ষে ।
ভারতে কেবল একজনের জন্য গির অরণ্যে একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়ে থাকে। মিঃ মহন্ত ভারতদাস দর্শণদাস ২০০৪ সাল থেকে বিশেষ করে প্রতি বছর তাঁর জন্য তৈরি পোলিং বুথে ভোট দিয়ে আসছেন।