সম্বিৎ চ্যাটার্জী
আমরা অনেকেই বাস্তুশাস্ত্র সম্পর্কে কমবেশি শুনেছি । আসুন এব্যাপারে একটু বিশদে জানার চেষ্টা করা যাক ।
“বাস্তু” কথাটি একটি সংস্কৃত শব্দ। এটি এসেছে “বাস” থেকে । যার অর্থ হলো জমি সমেত একটি বসবাসের স্থান বা সেখানে থাকা বা বসবাস করা । এইবার এর গোড়ার কথা সম্পর্কে কিছু জানা যাক।
প্রাচীন মহাগ্রন্থ বেদ এর চারটি ভাগ— ঋক,সাম,যজু ও অথর্ব । বাস্তুশাস্ত্রের গোড়ার কথা বিস্তারিত লেখা রয়েছে “স্থাপত্য বেদ ” এ। এই স্থাপত্য বেদ হলো অথর্ব বেদ এর একটি অংশ।
বাস্তুশাস্ত্রের মূল বক্তব্য অনুযায়ী আমাদের এই জগতের সমস্তটাই তৈরী ৫ টি উপাদানের সমন্বয়ে। এগুলি হলো ১.বায়ু ২. অগ্নি ৩. ভূমি ৪. আকাশ ৫. জল । যেকোনো স্থানে এই মূল উপাদান গুলির উপস্থিতি সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার । এদের সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে তা পারিপার্শ্বিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
আমরা যেস্থানে বসবাস করি, সেখানকার পারিপার্শ্বিকতার মধ্যেও এই উপাদানগুলি ভারসাম্যের মধ্যে থাকা উচিত।ভেবে দেখুন, আমাদের প্রত্যেকের শরীরেই কিন্তু এই ৫ টি উপাদানই বিশেষ সমন্বয়ে রয়েছে। সবাই আমরা বিশাল এক মহাজগতের অংশ মাত্র, তাই নয় কি ?এই মহাজগতের একটা নিজস্ব সুর রয়েছে । এই সুরের সাথে সুর মিলিয়ে চলার মধ্যেই লুকিয়ে আছে ভালো থাকার চাবিকাঠি। যেকোনো মানবকল্যাণমূলক শাস্ত্র বা বিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো এই সুর মেলানোর জন্য প্রয়োজনীয় আইন বা নিয়মবিধি । বাস্তুশাস্ত্র অনুযায়ী , ৫ টি মূল উপাদানের সর্বোত্তম সমন্বয়ের দ্বারাই আমাদের বাসস্থানটিকে আমরা পরিপূর্ণ ও বিধিসম্মত করে এই “সুর মেলানো” র কাজ টি সহজ করে তুলতে পারি। যার ফলে আমাদের ভালো থাকার পথের বাধা বিপত্তি দূর হয়ে সেই পথ আরো মসৃণ ও সুগম হয়ে ওঠে ।
বাস্তুবিজ্ঞানে একদম গোড়ার দিকে প্রাচীনকালে সেসময়কার প্রাসঙ্গিক কিছু নিয়মকানুন লিখিত ছিল। কিন্তু যুগের বদলের সাথে সাথে প্রচুর গবেষণা হয় । এই গবেষণার ফলে রূপ নিয়েছে আজকের যুগে প্রাসঙ্গিক আধুনিক বাস্তুবিজ্ঞান । এই বিজ্ঞান আমাদের দিয়েছে কোনো রকম ভেঙে ফেলা (Demolition ) ছাড়াই বাস্তুসংক্রান্ত ভুল সংশোধনের উপায় ।
তাই আমাদের ফ্ল্যাট হোক বা বাড়ি, অন্দরসজ্জা, পর্দার রং, দেওয়ালের রং, আসবাবপত্রের স্থান নির্বাচন সবই বাস্তুসম্মত হওয়া দরকার। কারো বাড়ির রান্নাঘর বা বসার জায়গা যদি বাস্তুসম্মত না হয়, তবুও চিন্তার কোনো কারণ নেই। আধুনিক বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী বিভিন্নরকম COLOUR THERAPY, STRIP THERAPY ইত্যাদি REMEDY এর মাধ্যমে ভুলগুলিকে সম্পূর্ণভাবে সংশোধন করে তোলা সম্ভব ।
SAMBIT CHATTERJEE
Wellness Advisor and Founder Vaastu Consultant
SOLVEVAASTU.COM
CONTACT/WHATSAPP : 9831225933
MAIL : info@solvevaastu.com/vastusambit1@gmail.com