এক নজরে

KMC Election 2021: ২১ ডিসেম্বর কলকাতা পুরনিগম নির্বাচনের গণনা

By admin

November 27, 2021

কলকাতা ব্যুরো: আসন্ন কলকাতা পুরনিগম নির্বাচনের গণনা ২১ ডিসেম্বরেই হবে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরনিগমের ১৪৪টি আসনে নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বর। তারপর মাঝে একটি দিন বাদ দিয়ে ভোট গণনা হবে ২১ ডিসেম্বর। ওই দিন সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হবে।

ফলপ্রকাশের দিন প্রতি দলের যে দু’জন গণনা কেন্দ্রের ভেতরের প্রবেশ করবেন, তাঁদের দু’টি টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। তবে, কারও যদি একটি টিকা নেওয়া থাকে, তাহলে ওই ব্যক্তিকে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। বাকি সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের রূপরেখা অবলম্বন করা হবে। যাঁরা গণনা কেন্দ্রে প্রবেশ করবেন, তাঁরা শুধুমাত্র সাদা কাগজ ও কলম নিয়ে প্রবেশ করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি এও জানানো হয়েছে, গণনা কেন্দ্রের পুরো এলাকাটি হাই ভোল্টেজ জোন হিসেবে চিহ্নিত করা হবে। গণনা কেন্দ্রের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে সেখানে। স্ট্রং রুমে সিসিটিভির ব্যবস্থা রাখা হবে এবং সেখানে ২৪ ঘণ্টা নজরদারি চলবে। গণনা কেন্দ্রের আশেপাশে কোনওরকম জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।