এক নজরে

কামতাপুরের বন্ধুদের বলব আপনারা অস্ত্র ছেড়ে সাধারণ জীবনে ফিরুন

By admin

August 18, 2022

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার ভবানীভবনে আত্মসম্পর্ণ করলেন দীর্ঘদিন কেএলও’র সাধারণ সম্পাদক পদে থাকা কৈলাস কোচ ওরফে কেশব রায় ও তাঁর স্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ও উন্নয়নের ধারা দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভবানী ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তাঁর পাশের চেয়ারেই ছিলেন কৈলাস কোচ, তাঁর স্ত্রী ও সন্তান।

কৈলাস কোচ বলেন, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা ও তাঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি ও আমার স্বামী সাধারণ জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আজ এখানে আত্মসমর্পণ করব। তিনি আরও জানান, আমি দীর্ঘদিন জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলাম। কিন্তু আমি বুঝেছি, হিংসা দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আমি আমার কামতাপুরের বন্ধুদের বলব, যাঁরা এখনও জঙ্গলে অস্ত্র ধরে রয়েছে, আপনারা সাধারন জীবনে ফিরুন।

এদিন নিজের বক্তব্য জানানোর পর ডিজি মনোজ মালব্যর হাতে বন্দুক তুলে দেন কৈলাস। ডিজি বলেন, জঙ্গি ক্রিয়াকলাপে যুক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের তরফে। আত্মসমর্পণকারীরা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।