এক নজরে

কবিতা সংকলন ‘খনন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

By admin

December 24, 2021

কলকাতা ব্যুরো: তিনি মূলত নাটকের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নাটক নিয়েই কাজ করেছেন। কর্মসূত্রে প্রায় তিন দশক ছিলেন আকাশবাণীতে। একাধিক বেতার নাটক প্রযোজনা করেছেন। কিন্তু নাটকের পাশাপাশি আদিত্যনারায়ণ সেন কাব্য চর্চাও করতেন। যদিও কবিতা পাঠকের কাছে তিনি যে খুব পরিচিত নাম তা বলা যাবে না। তবে ইতিমধ্যে তাঁর চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত হওয়া ‘খনন’ তার পঞ্চম কবিতা সংকলন।

আদিত্যনারায়ণ সেনের নতুন কবিতা সংকলন ‘খনন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ কে জামাল, প্রদীপ মিত্র, সৌমেন বসু, ছন্দা সেন ও মৈত্রেয়ী চৌধুরী। এঁরা প্রত্যেকেই আকাশবাণীতে আদিত্যনারায়ণ সেনের সহকর্মী ছিলেন। তাঁরা কেউ কেউ জানতেনই না নাট্যচর্চার পাশাপাশি আদিত্যনারায়ণ কবিতা লেখেন। হয়ত তিনি নিজেও খুব একটা প্রচার চাইতেন না।

এদিন নতুন কবিতার বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে আদিত্যনারায়ণের সহকর্মীদের কথায় জানা গেল, মূলত জীবনবোধের গভীর জগতের নানা অনুভূতিকেই কবি আদিত্যনারায়ণ তাঁর কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর কবিতায় তাই ধরা পড়েছে মন ও মনোজগতের কথা, সামাজিক মূল্যবোধের কথা এবং প্রেম ও বিরহের কথা। তাঁর কবিতায় তিনি নিজের উপলব্ধিকে অত্যন্ত সহজ সরল কাব্যভাষায় প্রকাশ করেছেন। ‘খনন’ কবিতা সংকলনে জায়গা পেয়েছে আদিত্যনারায়ণের সাম্প্রতিক কালের ৫৪টি কবিতা।