%%sitename%%

এক নজরে

কোঝিকোরে বাড়লো মৃত্যু

By admin

August 08, 2020

কলকাতা ব্যুরো: কোঝিকোর বিমান দুর্ঘটনার পর এখন প্রশ্ন উঠছে রানওয়ে নিয়ে। যে ১০ নাম্বার রানওয়েতে শুক্রবার বৃষ্টির মধ্যে বিমান নামানো হয়েছিল, তা বিপদজনক বলে ন’বছর আগেই রিপোর্ট দিয়েছিল নিরাপত্তা সংস্থা। টেবিলটপ রানওয়ে যার বাফার জোনে পর্যাপ্ত জায়গা নেই, এমন রানওয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আরও বিপদজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেই রানওয়েতে দুর্ঘটনার পর আজ বিমান পরিবহন মন্ত্রক, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অভিয়েশন দুর্ঘটনাগ্রস্থ বিমান বন্দরে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন।

এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮ ছুঁয়েছে। মাল্লাপুরমের জেলাশাসককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এই তথ্য দিয়েছে। জখমদের মধ্যে ৪৫ জনের অবস্থা গুরুতর।