%%sitename%%

এক নজরে

দৃশ্যমানতাই কাঠগড়ায়

By admin

August 09, 2020

কলকাতা ব্যুরো: দৃশ্যমানতার অভাবই প্রাথমিক ভাবে কোঝিকোরে বিমান দূর্ঘটনার কারণ বলে জানালেন অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আজ জানানো হল, এক কিলোমিটার এগিয়ে শুক্রবার সন্ধ্যায় অবতরণ করেছিল বিমানটি। তারপর আর গতি সামলাতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে পেরিয়ে বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে খাদে পড়ে গিয়েছিল।

দৃশ্যমানতা কম থাকার কারণে পাইলট প্রথমে রানওয়ে বুঝতে পারেননি বলে কিছুটা এগিয়ে অবতরণ করেন। কালিকটের মতো টেবিলটপ বিমানবন্দরের ক্ষেত্রে এভাবে অবতরণ সবসময় ঝুঁকিপূর্ণ। কেননা, টেবিলটপ বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বেশি হয় না। কোঝিকোরের রানওয়ের দৈর্ঘ্য বাড়ানোর জন্য বিমান বিশেষজ্ঞরা অনেক আগেই সুপারিশ করেছিলেন। সেই সুপারিশ কার্যকর করার মাসুল দিতে হল শুক্রবারের দূর্ঘটনায়।