এক নজরে

কাশ্মীরে গুলির লড়াই নিহত চার জঙ্গি

By admin

September 28, 2020

কলকাতা ব্যুরো: পরপর দুদিন কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে এক জওয়ান জখম হয়েছেন। রবিবার পুলওয়ামা জেলার অবন্তীপুরা এলাকায় জঙ্গিদের মুখোমুখি হয় কেন্দ্রীয় বাহিনী। বিকেল থেকে রাত পর্যন্ত টানা চলে গুলির লড়াই। রাতের দিকে পুলিশ জঙ্গি ডেরায় হানা দিয়ে দুই অজ্ঞাত পরিচয় জঙ্গির দেহ উদ্ধার করে। সেই ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন।

এর আগে শনিবার বিজভেরা এলাকায় দুই জঙ্গি বাহিনীর গুলিতে নিহত হয়। আবার উত্তর কাশ্মীরের হান্দ্বরা এলাকা থেকে এক লস্কর জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। তার কাছ থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শাকিল আহমেদ নামের ওই জঙ্গী স্থানীয় বাসিন্দা।