এক নজরে

লাল ক্যাঙারু ও আল্ডাব্রা কচ্ছপ উদ্ধার বনদপ্তরের তৎপরতায়

By admin

July 30, 2020

কলকাতা ব্যুরো : অসম – মিজোরাম সীমান্তে বনদপ্তরের তৎপরতায় উদ্ধার হল অস্ট্রেলিয়ার লাল ক্যাঙারু ও বিরল প্রজাতির আল্ডব্রা কচ্ছপ। বন্য প্রাণীগুলো এখন অসমের কাছার বন দপ্তরের অফিসে রাখা আছে। সেখান থেকে এই বন্য প্রাণীগুলি গুয়াহাটির চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে। নরসিংহ রেড্ডি ও নভানাথ তুকারাম নামে দুই ব্যক্তিকে এ ব্যপারে আটক করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সবথেকে বড় লাল ক্যাঙারু ও দুর্লভ প্রজাতির কচ্ছপ ছাড়াও তিন জোড়া দক্ষিণ আমেরিকার হায়াচিন্থ মাকাও বন দপ্তর মঙ্গলবার রাতে উদ্ধার করা করে। এ ছাড়া দুটি কপুচিন বাঁদরও উদ্ধার হয়। সমস্ত বন্য প্রাণীগুলো কয়েকটি প্লাস্টিকের বাক্সে চালান করা হচ্ছিল। উদ্ধারের পর সব প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, তারা সুস্থই আছে। কাছার বন বিভাগের ডিএফও সবিদেও চৌধুরী জানান, চোরাচালানকারীরা মিজোরাম থেকে গুয়াহাটির পথে বন্যপ্রানী চালান করছিল। সম্ভবত এগুলি কলকাতার পথে অনার চেষ্টা চলছিল। সানী চৌধুরীর মতে, এই চোরাচালানের পেছনে কোনও বড় আন্তর্জাতিক চোরাচালানকারী সংস্থা অনেকদিন ধরে কাজ করে চলেছে। তারা নিত্যনতুন রাস্তাও খোঁজার ব্যাবস্থা করছে যেখান দিয়ে সহজে চোরাচালান করা যায়।