এক নজরে

কালীপুজোর আগেই কলকাতার দুই কালী তীর্থ জুড়ে দেবে মেট্রো

By admin

August 12, 2020

কলকাতা ব্যুরো : সুখবর। আশা করা যাচ্ছে কালীপুজোর রাতে কালীঘাট থেকে মেট্রো রেল চেপেই পৌঁছতে পারবেন দক্ষিণেশ্বর। কেন্দ্র থেকে সে রকমই নির্দেশ আছে মেট্রো কর্তৃপক্ষকে।

যদিও মেট্রোর ওয়েবসাইট খুললে কাজ শেষের সময়সীমাটা দেখা যাচ্ছে ২০২১-র ফেব্রুয়ারি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর চলছে জোর কদমে কাজ। দক্ষিণেশ্বর স্টেশন সাজানোর কাজ প্রায় শেষ। এখন বরানগর স্টেশনের কাজ চলছে।

প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আরভিএনএল ও মেট্রো রেলের আধিকারিকরা। নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরে মধ্যে দূরত্ব মাত্র ৪ কিমি। নির্মাণের কাজ শেষ হয়ে গেলেই সিআরএস র কাছে আবেদন জানানো হবে। স্টেশন ভবন নির্মাণ, এসস্ক্যালেটার বসানোর কাজ শেষ। এমনকি বিশেষ বিশেষ দিন এ ভিড়ের কথা মাথায় রেখে , স্টেশন প্রশস্থ করাও হয়েছে। তবে বরানগর অংশে কাজ কিছু বাকি।

তবে এই নতুন পথে মেট্রো চলাচলের মূল অসুবিধা কার শেডে জায়গা পাওয়া যাচ্ছে না দক্ষিণেশ্বরে। ফলে নোয়াপাড়া কার শেড থেকে ট্রেন এলে তবে মিলবে মেট্রো। নোয়াপাড়া থেকে যাত্রী বোঝাই ট্রেন এসে দাঁড়াবে প্লাটফর্মে। সেখানে যাত্রী নামিয়ে সেটি যাবে বরাহনগরের দিকে। সেখান থেকে আবার লাইন বদল করে আসবে দক্ষিণেশ্বরে অন্য প্লাটফর্মে। এর জন্য ট্রেন আসা ও ট্রেন ছাড়ার মধ্যে অনেক সময় লাগবে।