এক নজরে

Buxa Tiger Reserve: আনন্দের মাঝেই বিষাদের সুর

By admin

December 12, 2021

কলকাতা ব্যুরো: প্রায় দু’ দশক পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। আর তার ঠিক পরেরদিনই বন্ধ হয়ে গেলো জঙ্গল সাফারি। বাঘ এবং পর্যটকদের সুরক্ষার স্বার্থেই আপাতত বক্সায় ৭-৮ দিন বক্সায় জঙ্গল সাফারি বন্ধ রাখা হবে বলেই জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমন সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও মুখ ভার পর্যটকদের।

১৯৯৮ সালে বক্সা ব্যঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। তারপর দীর্ঘ সময় ধরে তাকে দেখা যায়নি। ফলে বক্সায় তার অস্তিত্ব নিয়েই সংশয় তৈরি হয়েছিল। দীর্ঘ দু’দশক পর শনিবার সন্ধেয় বক্সা ব্যাঘ্র প্রকল্পে হলুদ-কালো ডোরাকাটা প্রাণীটির দর্শন পান পর্যটকরা। তাঁদের ক্যামেরায় ধরা দেন দক্ষিণরায়।

তার ঠিক পরেরদিন অর্থাৎ রবিবার ফের বাঘের ছবি সামনে আসে। তাতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পর্যটক থেকে বন্যপ্রাণপ্রেমী মানুষজন সকলেই। দিনকয়েক আগে এই এলাকায় নদীর ধারের মাটিতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। তা পরীক্ষা করার পর বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন বনাধিকারিক এবং কর্মীরা। ইস্ট দমনপুর রেঞ্জে পাতা হয় ট্র্যাপ ক্যামেরা।

অবশেষে সেই অপেক্ষা সার্থক হয়। শনিবার সন্ধেবেলা সেই ক্যামেরায় ধরা দেন রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বাঘের দেখা পাওয়ার পরেরদিনই দুঃসংবাদ। বাঘ যাতে কোনও পর্যটকের উপর হামলা চালাতে না পারে কিংবা বাঘেরও যাতে কোনও ক্ষতি না হয় সে কথা মাথায় রেখেই আপাতত বক্সায় বন্ধ জঙ্গল সাফারি।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী ৭-৮ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে যাতে বাঘ চলে যেতে না পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও বক্সা ব্যাঘ্র প্রকল্পে বর্তমানে ক’টি বাঘ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান বনমন্ত্রী।