এক নজরে

২ অক্টোবর থেকে খুলছে চিড়িয়াখানা ও সাফারি পার্ক

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: বনদপ্তরের অধীন সব পার্ক গুলি আগামী ২ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। শুক্রবার এ কথা জানিয়েছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।তবে পর্যটকদের জন্য একগুচ্ছ নিয়মাবলী বেঁধে দিয়েছে বনদপ্তর। ওই দিন থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা। শিলিগুড়িতে বেঙ্গল সাফারিও ওই দিন থেকেই খোলা হবে। আবার যে সব সাফারি রয়েছে সেগুলো খুলবে। তবে শর্ত একটাই। যাবতীয় বিধি মেনেই পর্যটকদের পৌঁছতে হবে ওই পর্যটন কেন্দ্রগুলোতে।চিড়িয়াখানায় ঢোকার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে। আগে এলে আগে সুযোগ, এই থিওরি মেনে প্রতিদিন পাঁচ হাজার টিকিট বিক্রি করবে বনদপ্তর। পর্যটন কেন্দ্র গুলিতে ঢোকার জন্য আগে স্যানিটাইজার করা হবে জায়গাগুলি। তারপরে নির্দিষ্ট যে গেট বলে দেওয়া হবে, সেই গেট দিয়ে ঢুকতে হবে কেন্দ্রগুলিতে।