এক নজরে

বিচার ব্যবস্থা এত ভঙ্গুর নয় যে, কারও মন্তব্যে তা ভেঙে যাবে

By admin

July 26, 2022

কলকাতা ব্যুরো: রবিবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে আদালতে অভিযোগ উঠল মঙ্গলবার। এদিন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বিচারপতি বিবেক চোধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। সেই প্রসঙ্গে বিচারপতি চোধুরী বলেন, বিচার ব্যবস্থা এত ভঙ্গুর নয় যে, কোনও ব্যক্তির মন্তব্যে তা ভেঙে যাবে।

বিচারপতি বলেন, আদালতের রায় নিয়ে বাইরে কে কী বলল, তা নিয়ে আমি মোটেই চিন্তিত নই। রায়ের বিরুদ্ধে কেউ আইনি পথে চললে আমিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করি। তাঁর আরও মন্তব্য, যদি কোনও মন্তব্য করা হয়, তাও করা হয়েছে এক প্রাক্তন প্রধান বিচারপতির সামনে। তিনি যদি মনে করেন, বিচার ব্যবস্থার অবমাননা হয়নি, আমিও তা হলে মনে করছি, বিচার ব্যবস্থা এত ভঙ্গুর নয়। নিজে সত থাকলে চিন্তার কিছু নেই। আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। তার জন্য আমাকে ঘুমের ওষুধ খেতে হয় না।

রবিবার নজরুল মঞ্চে মহানায়ক সম্মাননা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রথম মুখ খোলেন। তিনি অবশ্য তাঁর মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তির নামও উচ্চারণ করেননি। মুখ্যমন্ত্রী শুধু বলেন, এক মহিলার বাড়ি থেকে কিছু টাকা পাওয়া গিয়েছে। তা বিচারাধীন বিষয় বলে আমি তা নিয়ে কোনও মন্তব্য করব না। রবিবার কলকাতা হাইকোর্ট এসএসকেএম হাসপাতালে পার্থর চিকিতসা নিয়ে আপত্তি তোলে। বিচারপতি বলেন, রাজনীতিকরা তদন্ত থেকে নিস্তার পেতে এসএসকেএম হাসপাতালে আশ্রয় নেন। তাই পার্থকে ওই হাসপাতালে নেওয়া যাবে না। শনিবার গ্রেফতারের পরই তিনি অনুস্থ হয়ে পড়েন। ব্যাঙ্কশাল আদালত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে বলে। সেখানে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। রবিবার তার বিরুদ্ধে ইডি হাই কোর্টে দরবার করে। তাদের অভিযোগ ছিল, তদন্তের মুখোমুখি হওয়ার ভয়ে পার্থ এসএসকেএমে ঢুকেছেন।

রবিবার ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কেন, আমাদের রাজ্যে কি সুপার স্পেশালিটি হাসপাতাল নেই? কেন্দ্রীয় সরকারের ছোঁয়া আছে, এমন হাসপাতালে নিয়ে যেতে হবে? তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার সঙ্গে বিজেপির কী সম্পর্ক, তাও আমি জানি। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান, মুখ্যমন্ত্রী ওইসব মন্তব্য করে আদালত অবমাননা করেছেন।