এক নজরে

জয়েন্ট-নিট নির্দিষ্ট সময়েই নিতে মোদিকে চিঠি শিক্ষাবিদদের

By admin

August 27, 2020

কলকাতা ব্যুরো : ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষাবিদ জয়েন্ট ও নিট পরীক্ষা পিছানোর বিরোধিতা করে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিল্লি বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আইআইটি দিল্লি এবং বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভারতীয় শিক্ষাবিদরা এই চিঠিতে সই করেছেন। ইউনিভার্সিটি অফ লন্ডন, ক্যালিফোর্নিয়া এবং ইজরায়েল ও জেরুজালেমের নামী অধ্যাপকরা রয়েছেন এই তালিকায় যারা চিঠিতে সই করে জানিয়েছেন এই পরীক্ষা নেওয়া একান্তই জরুরি। তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া উচিত। এতে পড়ুয়াদের ভবিষ্যত সুনিশ্চিত হবে বলে বিশ্বাস তাদের।গতকাল সনিয়া এবং মমতার নেতৃত্বে জয়েন্ট ও নিট পরীক্ষা করোনা আবহে আপাতত স্থগিত রাখার দাবিতে বিরোধী দলগুলি এককাট্টা অবস্থান নেন। এবিষয়ে বিরোধী দলগুলির যৌথ আবেদন জানানো নিয়েও আলোচনা হয় ওই বৈঠকে। বিরোধী দলগুলির এই তোড়জোড়ের পরই এই চিঠি আসে প্রধানমন্ত্রীর কাছে। সুপ্রিম কোর্ট অবশ্য সম্প্রতি জয়েন্ট ও নিট নির্দিষ্ট সময়েই নেওয়ার পক্ষে রায় দেয়।