এক নজরে

দেশে এবার সিঙ্গল ডোজের টিকা

By admin

August 07, 2021

কলকাতা ব্যুরো: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে এই খবর জানিয়েছেন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে জানিয়েছেন, ভারতে ভ্যাকসিনের সংখ্যা বাড়ল। তিনি জানিয়েছেন, নতুন ভ্যাকসিন পাওয়ায় ভারতের হাতে এখন ৫টি EUA ভ্যাকসিন রয়েছে। নতুন ভ্যাকসিন আসায় দেশ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট টিকার ছাড়পত্র চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল জনসন অ্যান্ড জনসন। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র চাওয়া হয়। এর দু’দিনের মাথায় মিললো অনুমতি। তাঁদের টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে ৮৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থা। পাশাপাশি এই টিকা সিঙ্গেল ডোজ বলে জানিয়েছে সংস্থা।

জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকা সিঙ্গেল ডোজ হওয়ায় দেশে এই প্রথম কোনও টিকা এল যেটি সিঙ্গেল ডোজ অর্থাৎ যারা জনসন অ্যান্ড জনসনের টিকা নেবেন তাঁদের আর দু’বার টিকা নেওয়ার আর কোনও প্রয়োজন থাকছে না