এক নজরে

আফগানিস্তান নিয়ে ভবিষ্যতে কি নীতি বাইডেনের?

By admin

August 29, 2021

কলকাতা ব্যুরো: কাবুল বিমান বন্দরে আত্মঘাতী বিস্ফোরণ যার পরেই মার্কিন প্রধান বাইডেনের আপাতত  ভাবমূর্তি ঠিক করতেই জবাবি ড্রোন হামলায় গুড়িয়ে দেওয়া হয় একাধিক আই এস আই এস জঙ্গী ঘটি। এই   পাল্টা হামলা  আনুমান করা যায় মার্কিন রাষ্ট্রপতির ভাষণের মধ্যেই। তার ভাষণের পড়েই প্রশ্ন ওঠে পরবর্তী আফগান ভবিষ্যত নিয়ে কি ভাবছেন বাইডেন।

মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের ভাষণ মূল্যায়ন করলে দুটি কীওয়ার্ড উঠে আসে একটি we will not forgive we will not forget  এবং এই নীতি অনুসরণ করতে আই এস আই এস এর উপর hunt down এর কোথাও বলেন তিনি। তিনি এও বলেন আফগানিস্তনে আই এস আই এস কে রুখতে আমেরিকার তার মিত্র বাহিনীর সাহায্য নেবে । তার এই বক্তব্যের পড়েই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে পরবর্তী আফগান ভবিষ্যত নিয়ে। কারণ আপাত দৃষ্টিতে দেখতে গেলে আফগান ছেড়ে চলে গেছে একাধিক দেশের সেনা। এই অবস্খায় কি করে সম্ভব কাবুলে উগ্রপন্থা অভিযান করা।

বিশ্লেষকদের মতে তালিবান ছাড়া  আই এস আই দমন কার্যত অসম্ভব ইউ এস এর কাছে । অর্থাৎ এক উগ্রপন্থা কে দমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কে সমর্থন করতে হবে তালিবানি উগ্রপন্থার মত গোষ্ঠী কে। তবে এ কোনো নতুন অধ্যায় নয়, এর আগেও ২০২০ সালের মার্চ মাসে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাংক মার্কিন কংগ্রেসের সভায় দাড়িয়ে তালিবানের সাথে হাত মিলিয়ে আই এস আই এস দমনের কথা স্বীকার করেন।

অতএব ভবিষ্যতে আই এস আই এস কে থামাতে তলিবানিদের  বিপুল মার্কিন ডলার বিনিয়োগ করবে ইউ এস। দেখা যাবে মার্কিন তালিবানি যুগলবন্ধি । এই যুগল বন্ধির ফলে চিন্তার বিষয় হলো পরমাণু অস্ত্র র মত হাতিয়ার তালেবানী গোষ্ঠির হতে গেলে সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন থাকবে ভারত সহ চিন রাশিয়া ও পাকিস্তানে র। প্রশ্ন থাকবে বাস্তবে কতটা তালিবান গোষ্ঠী  আই এস আই এস দমন করবে তা নিয়েও।