২১ এর ধর্মযুদ্ধ

বুথে চমকালেন জাভেদ, আবাসনে পরলো বোমা

By admin

April 10, 2021

কলকাতা ব্যুরো: সকাল থেকে কসবার বিভিন্ন এলাকায় ঘুরে মোটামুটি খোশমেজাজেই এসে বসে ছিলেন তপসিয়ার তার দলীয় অফিসে। বেলা সাড়ে বারোটা নাগাদ জাভেদ খানের সর্মথকরা এসে জানিয়ে দিলেন, চিলড্রেনস অ্যাক্যাডেমির বেশ কয়েকটি বুথে সকাল থেকেই ভোট পড়েছে শ্লথ গতিতে। ফলে বহু ভোটার বিরক্ত হয়ে ফিরে গিয়েছেন এমনকি একটি বুথের প্রিসাইডিং অফিসার দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করলেন জাভেদের ছেলেরা। শুনেই জ্বলে উঠলেন তিনি। উঠে পড়লেন চেয়ার ছেড়ে। গাড়ি নিয়ে চলে গেলেন চিলড্রেনস একাডেমীতে। এখানেই কসবার বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী ১৬ নম্বর বুথে গিয়ে একেবারে সরাসরি প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করলেন দেরি করে ভোট করানোর জন্য। দেরি ঠেকাতে তিনি সই করানোর বদলে ভোটারদের টিপসই দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু সেই প্রিসাইডিং অফিসার নাছোড়। তিনি ভোটারদের সই ছাড়া ভোট করাবেন না। রেগেমেগে তাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনী চ্যালেঞ্জ করে বসলো জাভেদকে। রীতিমতো তার বুকের পরিচয় পত্র হাতে নিয়ে দেখার পরেও বেরিয়ে যাওয়ার নির্দেশ দীর্ঘদেহী বিএসএফ জওয়ানের। তাদের বক্তব্য, প্রার্থী ঢুকতেই পারেন বুথে। কিন্তু সঙ্গে মিডিয়া ঢোকায় তাদের কাজে অসুবিধা হচ্ছে,নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কিন্তু তিনি জাভেদ আহমেদ খান। কসবায় তার উঠোনে বাঘে গাড়িতে এক সঙ্গে জল খায়। তাকে জানিয়ে দিলেন, ভোট শেষ হলে দেখা যাবে।

এরইমধ্যে খবর এলো তিলজলা রোডের রোজভ্যালি আবাসনে বোম পড়েছে। বহুতল আবাসনে কে বা কারা পিছনদিকে দুটি বোমা মেরেছে বলে অভিযোগে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেখান থেকে আর ভোট দিতে রাজি নন। পুলিশ পিকেট বসানো হলো বাড়ির মধ্যে। এরইমধ্যে তিল জলা থানার ওসি ওই বাড়ির সামনে এসে হাত মাইকে প্রচার করলেন, যদি কেউ ভোট দিতে চান তাহলে তারা নিরাপত্তা দিয়ে সেই ভোটারদের বুথে পৌঁছে দেবেন। দীর্ঘক্ষন ধরে একের পর এক সেখানে তদন্ত এলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কে বা কারা বোমা মারল সে ব্যাপারে অবশ্য খুব একটা স্পষ্ট ধারণা করতে পারেনি পুলিশ।