এক নজরে

পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা লঙ্ঘন মানবে না ভারত

By admin

August 23, 2020

কলকাতা ব্যুরো : পাক অধিকৃত জম্মু কাশ্মীরের স্থিতাবস্থা লঙ্ঘন কোনোভাবেই মেনে নেবে না ভারত। পাক অধিকৃত কাশ্মীর দিয়ে যাওয়া ৬০ বিলিয়ন ডলারের সি পি ই সি প্রকল্প নিয়ে এমনই মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের অনুরাগ শ্রীবাস্তব। এভাবেই চিন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রসঙ্গে জম্মু কাশ্মীর নিয়ে চিন ও পাকিস্থানের যৌথ বিবৃতি খারিজ করে দিল নয়া দিল্লি। দিল্লি থেকে পরিষ্কার করে দেওয়া হয় জম্মু কাশ্মীর ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল এবং ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কেউ যেনো নাক গলানোর চেষ্টা না করে।

শুক্রবার চিন পাকিস্থান দ্বিতীয় বার্ষিক কৌশলগত আলোচনায় চিন ও পাকিস্থানের বিদেশমন্ত্রী সি পি ই সি নিয়ে আলোচনা করেন। চিন জানায় অনেকদিন ধরেই কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে এক বিতর্কিত বিষয়। রাষ্ট্রপুঞ্জের চার্টার মেনে এবং দ্বিপাক্ষিক চুক্তিমতে শান্তিপূর্ণ ভাবে তা মিটিয়ে ফেলা দরকার। কেউ নিজের মত পদক্ষেপ নিলে চিন তার বিরোধিতা করবে। এরপরই চিন ও পাকিস্থান এক যৌথ বিবৃতিতে জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তাদের চিন্তার কথা জানায়।

উল্লেখ্য, সি পি ই সি পাকিস্থানের গদর বন্দরের সঙ্গে চিনের জিং জিয়াং প্রদেশকে যুক্ত করবে। এটি চিনের কোটি ডলারের ফ্লাগশিপ প্রজেক্ট। ভারত প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। ভারতের বক্তব্য বেআইনি ভাবে পাকিস্থানের দখল করে থাকা ভূখণ্ডের ওপর দিয়ে এগোচ্ছে এই প্রকল্প।