এক নজরে

#JamaiSasthi: জামাই আদর করতে যাওয়ার আগে জেনে নিন বাজারদর

By admin

June 05, 2022

কলকাতা ব্যুরো: চিংড়ি মাছের মালাইকারি নাকি ভাপা ইলিশ? সঙ্গে ভেটকি মাছের পাতুরি থাকবে তো? জামাইয়ের পাত ভরাতে শাশুড়ি মেনু তো অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছেন। কিন্তু জামাইষষ্ঠীর বাজার করতে বেরিয়ে শ্বশুরমশাইয়ের যে পকেট ফাঁকা হওয়ার জোগাড়! মাছ, মাংস থেকে আম—লিচু–আগুন দর। খাসি ৮০০ টাকা ছুঁইছুঁই, চিকেন প্রায় ২৪০। মাছ তো যে যেমন পারছে, দর হাঁকাচ্ছে।

সবমিলিয়ে আবহাওয়ার মতোই জামাইষষ্ঠীর বাজার তেতেপুড়ে ফুটছে। কিন্তু তা বলে উদ্দীপনায় কিন্তু কোনও কমতি নেই। কার্যত গত দু’বছর জামাইষষ্ঠী কেটেছে করোনার চোখরাঙানির মধ্যে। বহু জামাইয়েরই শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। আয়োজনও ছিল কম। তাই এবার ষষ্ঠী বেশিরভাগ বাড়িতেই হচ্ছে বেশ জাঁকজমক করে। তারওপর রবিবার ছুটির দিনটা হয়ে গিয়েছে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো। সেইমতো বাজারহাটেও শনিবার থেকেই কেনাকাটার ভিড় লেগে রয়েছে। আর চাহিদা অনুযায়ীই দাম চড়ছে মাছ—মাংসেরও। রবিবার সেই দাম আরও চড়ার আশঙ্কা।

শনিবার কলকাতার বেশিরভাগ বাজারেই এক কেজির থেকে বড় ইলিশের দাম ১৮০০-২২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে। ৮০০ গ্রাম থেকে এক কেজি সাইজের মাছের দাম ছিল ১২০০—১৬০০টাকা। তবে কিছু বাজারে খোকা ইলিশও বিকিয়েছে ৮০০—১০০০ টাকায়। গলদা চিংড়ি ৮০০—১২০০, পমফ্রেট ৬০০—৮০০, বড় ভেটকি ৭০০—৮০০, তোপসে ৬০০—৭০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

তবে বাজার ভেদে খাসির মাংসের দাম ছিল এদিন ৭৬০—৭৮০ টাকা। মুরগি ২২০—২৪০র মধ্যে ঘোরাফেরা করেছে। মাছের বাজার কোনওমতো সারলেও ফল কিনতে গিয়ে ফের দামের অঙ্কে হোঁচট খেতে হচ্ছে। হিমসাগর ১০০—১২০ টাকা, গোলাপখাস ১৩০—১৫০, ল্যাঙড়া ১৩০—১৫০ টাকা প্রতি কেজিতে বিকিয়েছে। দাম অবশ্য বাজারভেদে কম বেশি রয়েছে।