কলকাতা ব্যুরো: মাসুদ আজহার সহ ১৯ জনকে অভিযুক্ত করে কাশ্মীরের পুলওমা হামলার চার্জশিট দিলো এনআইএ। গত বছর দক্ষিণ কাশ্মীরের পুলওমায় জঙ্গি হামলায় ৪০ জন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় এনআইএ বিশেষ আদালতে এদিন চার্জশিট জমা হয়। সেই ঘটনায় জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল ধৃতদের জেরার সঙ্গেই ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাইস ই মহম্মদ ঘটনার পিছনে আছে বলে তথ্য নিয়ে মাসুদ আজহারকেও অভিযুক্ত করা হয়।