এক নজরে

#StockMarket : এইটাই কি পুল ব্যাক ?

By admin

June 21, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

বেশ কয়েকদিন ব্যাপক নিচে নামবার পর আজ একলাফে ২৮৮.৬৫ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ হরে উপরে নিফটি। একই ভাবে ৯৩৪.২৩ পয়েন্ট বা ১.৮১ শতাংশ হরে বেড়ে যায় বি এস ই সেনসেক্স। বর্তমানে ১৫৬৩৮.৮০ ও ৫২৫৩২.৭ র ঘরে দাঁড়িয়ে দুই সূচক।

টাইটান কোম্পানি, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, জেএসডব্লিউ স্টিল, কোল ইন্ডিয়া এবং আদানি পোর্টস শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল। নিফটি অটো, আইটি, এনার্জি, মেটাল, ফার্মা এবং পিএসইউ ব্যাঙ্ক ২ -৪ শতাংশ বৃদ্ধির সাথে সমস্ত সেক্টরাল সূচকগুলি ইতিবাচক ভাবেই শেষ হয়েছ। বিএসইতে, সমস্ত সেক্টরাল সূচকগুলি তেল ও গ্যাসের (৬ শতাংশের উপরে) এবং পাওয়ার, রিয়েলটি, আইটি এবং মেটাল সূচকগুলি প্রতিটি ৩ শতাংশ হরে বেড়েছে।

এই বেড়ে যাওয়ার পূর্বাভাস কিছুটা পাওয়া গেছিলো কাল। তবে প্রশ্ন হলো এইটাই কি পুল ব্যাক ? এই ক্ষত্রে বলা যায় যে বাজার একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েেছে। সূচকের ক্ষতির পুনরুদ্ধারটি ইঙ্গিত দেয় যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতি কঠোরকরণের উপর অনিশ্চয়তা ফ্যাক্টর হয়েছে।সূচকটি টানা দ্বিতীয় সেশনের লাভ করেছে ও নিফটির প্রতিদিনের চার্টে বুলিশ ক্যান্ডেল তৈরী করেছে। যদি কালকের দিনেও ১৫৫০০ র উপরেই ধরে রাখতে পারে তবে যেতে পারে ১৫৮০০ থেকে ১৫৯০০ র দিকে। কারণ ১৬ জুনের সর্বোচ্চ ছিল ১৫৮৬৩ তাই এই সপ্তাহে সুচক নিফটি থাকতে পারে ১৫,৮৬৩ এবং ১৫,৩৩৫ লেভেলের ট্রেডিং রেঞ্জ এ। ডাউনসাইডের দিক থেকে, ১৫৪১৯ এবং ১৫৩৮২ এর দিনের বুলিশ গ্যাপ জোন সমর্থন হিসাবে কাজ করবে যদি এই পুলব্যাকের পা উল্টো দিকে থাকে ।

অন্য দিকে সেন্টিমেন্ট সূচক আর এস এই তে ইতিবাচক ক্রস ওভার লক্ষ করা যায় ও অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্সও আজ ৫.৬৬ শতাংশ কম হয়ে দাঁড়ায় ২১.১৪। মানে অস্থিরতা আগের তুলনায় একটু বেশি ঠান্ডা। অপশন ডেটা নির্দেশ করে যে নিফটির তাৎক্ষণিক ট্রেডিং রেঞ্জ ১৫,১০০ -১৫,৭০০ থেকে ১৫ ,৪০০ -১৫ ,৮৫০ -এ রয়েছে ।

ব্যাঙ্ক নিফটিও শুরুতেই ৩০০ পয়েন্ট বেড়ে ৩২ ,৯৭৮ তে দিনেরশুরু করে এবং প্রথম স্লিপে দিনের সর্বোচ্চ ৩৩ ,৬০০ -এ উঠে , তবে বিকেলের বাণিজ্যে আসে নিচের দিকে । পরে এটি ৫০৭ পয়েন্ট বেড়ে৩৩১৯২ -এ শেষ হয়েছে।

বিনিয়োগে নজরে থাকবে cipla ও মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা