কলকাতা ব্যুরো: দিল্লিতে আইএস জঙ্গি গ্রেপ্তার। পুলিশের সঙ্গে আইএস জঙ্গি পাকড়াও দিল্লিতেগুলি বিনিময় হয় ধরা পড়ার আগে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আইইডি। প্রেসার কুকারের মধ্যে ভরা ছিল আইইডিগুলো।
দিল্লি পুলিশের ধারণা, রাজধানীতে নাশকতার ছক ছিল ওই জঙ্গির। দিল্লিতে সেনাবাহিনীর স্কুলের সামনে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে ওই জঙ্গি ৩ রাউন্ড গুলি চালায়। পুলিশ পাল্টা ২ রাউন্ড গুলি চালায়। দিল্লির ধৌলা কুঁয়া এলাকায় ধরা পড়ে জঙ্গি। গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের বক্তব্য, প্রভাবশালী কেউ ওই জঙ্গির নিশানায় ছিল।
কয়েকদিন আগে গোয়েন্দারা সতর্ক করেছিল যে, দিল্লিতে আইএস হামলা হতে পারে। সেজন্য পুলিশ সতর্ক ছিল। শুক্রবার রাতে সেনাবাহিনীর স্কুলের সামনে ওই জঙ্গিকে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে থামানোর চেষ্টা করতে ওই জঙ্গি গুলি চালায়। প্রেসার কুকারে আইইডি ছাড়াও ওই জঙ্গির কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে ওই জঙ্গির মোটরবাইকটি। বাইকটি গাজিয়াবাদে রেজিস্ট্রেশন করা।
পুলিশ জানিয়েছে, লোন উলফ কায়দায় হামলার ছক ছিল এই জঙ্গির। এজন্য রেইকি করছিল সে। আরও দুজন জঙ্গি দিল্লিতে আত্মগোপন করে আছে বলে পুলিশ মনে করছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article দেশে মোট আক্রান্ত ৩০ লক্ষের কাছে
Related Posts
Add A Comment