%%sitename%%

এক নজরে

Covid Positive: কোভিড পজিটিভ সানরাইজার্স ক্রিকেটার

By admin

September 22, 2021

কলকাতা ব্যুরো: ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বেও থাবা বসালো করোনা ৷ মরু শহরে টুর্নামেন্ট শুরুর চতুর্থদিনের মাথায় কোভিড রিপোর্ট পজিটিভ এলে এক ক্রিকেটারের ৷ সানরাইজার্স হায়দরাবাদের বোলার টি নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ বুধবার দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার কথা সানরাইজার্স হায়দ্রাবাদের।

বিসিসিআই-এর তরফে নটরাজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়েছে ৷ তবে নটরাজনের সান্নিধ্যে আসা ছ’জনকে ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ আইসোলেশনে পাঠানো হয়েছে তারকা অল-রাউন্ডার বিজয় শঙ্করকে ৷ এছাড়াও আইসোলেশনে পাঠানো হয়েছে টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, দলের চিকিৎক অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর এবং নেট বোলার পি গণেশনকে।

বোর্ডের তরফে জানানো হয়েছে, আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর আইসোলেশনে যান নটরাজন ৷ দিল্লি-হায়দরাবাদ ম্যাচের কয়েক ঘণ্টা আগেই এই খবর আসায় ম্যাচ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, বাকি ক্রিকেটারদের কোভিড রিপোর্ট নেগেটিভ এলে ম্য়াচ হবে ৷

বিসিসিআই-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নটরাজনের সংস্পর্শে থাকা ছয় সদস্য ছাড়াও দলের বাকি ক্রিকেটারদেরও দুবাইয়ের স্থানীয় সময় ভোর পাঁচটায় আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে ৷ বাকি ক্রিকেটারদের টেস্ট রিপোর্ট নেগেটিভ এলে দুবাইয়ে নির্ধারিত সময়ে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ হবে ৷

এর আগে মে মাসে ঘরের মাঠে করোনা হানায় স্থগিত হয়ে গিয়েছিল ২০২১ আইপিএল ৷ নির্ধারিত সময় এপ্রিলে আইপিএলের চতুর্দশ সংস্করণ শুরু হলেও টুর্নামেন্টের মাঝপথে একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই ৷ পরে আন্তর্জাতিক সূচি দেখে সেপ্টেম্বরে মরু শহরে ২০২১ আইপিএলর বাকি ম্যাচগুলি শুরু করার সিদ্ধান্ত নেয় ৷ প্রথম তিন দিন টুর্নামেন্ট নির্বিঘ্নে হলেও চতুর্থ দিন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ফের আইপিএলে করোনা হানার খবর পাওয়া গেলো ৷