মৌলি মৈত্র
প্রচুর পরিমাণ অক্সিজেন জোগানোর ক্ষেত্রে জিজি প্ল্যান্ট সামনের সারিতে। সব চেয়ে বড় কথা, এই গাছ কিছুটা আলো বিমুখ। যতটা সম্ভব সামান্য আলো, এমনকি ঘরের কোণায় রেখে দিলে টিউব লাইটের আলো এর জন্য যথেষ্ট। পেট্রোল-ডিজেলের থেকে ছড়ানো দূষণ মুক্তিতে, এই গাছের ভূমিকা কতটা উপযোগী তার শংসাপত্র দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
আলোর মতই, জলের ব্যাপারেও খুব স্পর্শ কাতর এই গাছ। কোনোভাবেই যাতে বেশি জল গাছে দেওয়া না হয় সে দিকে নজর রাখতে হবে। জল একটু বেশি হলেই গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যান্য গাছের মত একে খুব বেশি আদর- যত্ন না করলেও, এই গাছ তেমন অভিমানী নয়।
খুব সাধারণভাবেই ঘরের মধ্যে এই গাছকে রাখা যায়। শুধুমাত্র এর গোড়া বা মাটি ভিজে থাকলে নতুন করে জল না দেওয়াই উচিৎ। বেশি জল দিলে পাতা হলুদ হয়ে যেতে পারে। ঝুরঝুরে বালি- মাটি এই গাছের জন্য ব্যাবহার করতে হয়। নজর রাখতে হবে, যাতে সেই বালির মধ্যে কাঠকয়লা জাতীয় কিছু না থাকে। এতে মাটির মধ্যে জল আটকে থাকার সম্ভাবনা থাকে। এই গাছের পাতা বা ডাল ভাঙলে এক ধরনের আঠা বেরোয়। যা হাতে বা গায়ে লাগা থেকে ঘরের বাচ্চা বা গৃহপালিত জীবেদের দূরে রাখা দরকার। দূষণ নিষ্কাশনের জন্য গাছের পাতা নিয়মিত ধুয়ে দেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে কোনো মতেই যাতে জল গোড়ায় না থেকে যায়।খুব ধীরে বড় হওয়া এই গাছ বর্ষাতেই ভালো হয়।
এই গাছ ঘরে থাকলে মনোসংযোগ বাড়ায়, লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে, বাড়ায় এনার্জিও।
যোগাযোগ- ৯৮৩০৮-৩১৫০৪ / ৮০১৭০-৯০০৪৩