এক নজরে

#ShareMarket : পার্শ্ববতী এলাকায় থাকতে পারে সূচক

By admin

April 12, 2022

শেয়ার বাজারে অতিরিক্ত আয়ের উৎস করতে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

সপ্তাহের টানা দ্বিতীয় দিনে নীচের দিকে বাজারের দুই সূচক। বি এস ই sensex ৩৮৮ পয়েন্ট ৫৮,৫৭৬ এ বন্ধ হয়। অন্য দিকে ১৪৪ পয়েন্ট কমে ১৭৫৩০ এ বন্ধ হয় Nifty।

হিন্দালকো, কোল ইন্ডিয়া, গ্রসিম, টাটা মোটরস, টাটা স্টীল আজ ক্ষতি হয়। এবারও লাভের খাতায় থাকে পাওয়ার গ্রিড, লম্বা এস বি আই লাইফ ইনস্যুরেন্স, kotak mahindra bank, Maruti Suzuki। এখনও ইতিবাচক সাড়া রয়েছে বি ই এল , মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায়।

ব্যাংক বাদ দিয়ে বি এস ইর সব বিভাগ ক্ষতির সম্মুখীন হয় আজ। আই টি, মেটাল, oil গ্যাস আর ক্যাপিটাল দ্রব্য ১ থেকে ৩ শতাংশই নীচে নেমে আসে। প্রায় ১৫০ স্টক এক বছরের মধ্যে সর্বাধিক দামে যায়। এর মধ্যে রয়েছে আদানি গ্রীন এনার্জি, রেমন্ড, আদানি transmission।

আজ গ্যাপ ডাউন দিয়ে শুরু করে Nifty। সূচক শুরু করে ১৭, ৫৮৫ থেকে কিন্তু পরে নেমে আসে ১৭,৪৪২ র দিকে । NIFTY ১৭৬০০র সমর্থন জোন কেও ভেঙ্গে যায় । অনেক দিন পরে তার ১০ দিনের সিম্পল মুভিং এভারেজ এর নিচে বন্ধ হয়।

NIFTY midcap ও স্মল ক্যাপ কমে যথাক্রমে ১.৯ ও ১.৬ শতাংশ। ইন্ডিয়া ভিক্স এ কম্পকের মাত্রা বেড়ে দাঁড়ায় ১৮.১৬ কালকের তুলনায় ০.৬১ শতাংশ বেশি। তবে যদি সূচক ১৭,৪৩০ এর উপর দিনের শুরু করে তবেই হতে পারে বুল রান নইলে থাকবে পার্শ্ববতী এলাকায়।

এখনই আপাতত সুইং বিনিয়োগে নজরে নেই কোনও স্টক। কারন এই গুরুত্ব পূর্ণ দুই দিনে দেখতে হবে নিফটির অবস্থান। তবে অবশ্যই নজরে থাকবে সপ্তাহের ওয়াচ লিস্ট।