২১ এর ধর্মযুদ্ধ

ভারতের প্রথম নির্বাচন, ফিরে দেখা

By admin

April 14, 2021

মৈনাক শর্মাপশ্চিমবঙ্গ, আসাম, কেরালা সহ কয়েক রাজ্যে নতুন সরকারকে নির্বাচনে জন্য চলছে ভোট গ্রহণের পর্ব। দেশের আধুনিকতার সাথেই হয়েছে ভোটের আধুনিকতা, ব্যালট বাক্স থেকে এসেছে আধুনিক ই ভি এম সিষ্টেম। সেকাল থেকে বর্তমানের পরিবর্তনের মাঝে রয়েছে ভারতের জন মতের প্রথম ভোটের ইতিহাস।

শুরুর শুরু —সাল ১৯৪৬ , ভারতের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশ প্রধান মন্ত্রী এটলির নেতৃত্বাধীন ব্রিটিশ হাউস অব কমার্স। সাথে ভারতে প্রজাতন্ত্রের উদ্দেশ্য লিখিত সংবিধান তৈরির জন্য সংবিধান সভা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুসারে, ভারতের সংবিধান তৈরির জন্য ১৪ মার্চ ১৯৪৬ সালে দিল্লী পৌঁছায় ক্যাবিনেট মিশনের সদস্য। ভারত সাধীনতার দোরগোড়ায় থাকলেও তখনো ভারত ঐকযবদ্ধ নয়, তাই ৯৩ সদস্য প্রিন্স অধিকৃত এলাকা থেকে, ২৯৬ জন ব্রিটিশ রাজ অধিকৃত এলাকা থেকে প্রতিনিধিত্বের মাধ্যমে সদস্য পদ লাভ করে সংবিধান সভায়। পরবর্তীকালে এই সংবিধান সভাই হয়ে ওঠে ভারতের সংসদ সভা। যার প্রথম অধ্যক্ষ জি ভি মালবালানকার। ২৬ নভেম্বর ১৯৪৯ সালে সংবিধান সভা ভারতের সংবিধান গ্রহণ করে, যা কার্যকর করা হয় ২৬ জানুয়ারী ১৯৫০ সালে। যার পরেই প্রয়োজন হয় জনমতের মাধ্যমে নির্বাচনের।

প্রথম নির্বাচন কমিশনার বাঙালি —সাল ১৯৫১ , পার্লামেন্ট এ পাস করা হয় Representative of the People act। এই আইনের সাথেই শুরু হয় দেশে ভোট গ্রহণের পর্ব। গঠন হয় ভারতীয় নির্বাচন কমিশন। ভোট করার ভার পড়ে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার রায়ের উপর। ওই বছরই তৈরি হয় ২১ বছরের বেশি বয়সী ১৭ কোটি নাগরিকদের ভোটার তালিকা ও প্রার্থীর নাম।সব কিছু ঠিক থাকলেও ভোট গ্রহণের বাঁধা হয় জনগনের নিরক্ষরতা। তাই ব্যালট পেপারে প্রার্থীর নাম ছাপানোর সাথেই শুরু হয় প্রতি দলের প্রতীক ছাপা। এই ভাবেই নথিভুক্ত হয় ১৪ টি জাতীয় দল।

গোদরেজ কোম্পানির ভূমিকা —দ্বিতীয় সমস্যা দেখা দেয় ব্যালট বাক্স নিয়ে। বক্স তৈরিতে বিদেশি আর্থিক সাহায্য নিতে রাজী হয়নি কমিশন। তাই সস্তায় ব্যালট বাক্স তৈরিতে এগিয়ে আসে ভারতের কোম্পানি গোদরেজ। ১৯৫১ সালের জুলাই মাসে এই বাক্সগুলি উৎপাদন শুরু করে গোদরেজ। বাক্সগুলি বোম্বের গোদরেজ কারখানার কাছেই অবস্থিত ভিক্রোলি রেলস্টেশন থেকে নিয়ে যাওয়া হয় ভারতের ২৩ টি রাজ্যের প্রত্যন্ত কোণে। প্রায় ১২৮৩৩৭১ বক্স পৌঁছানো হয় মাত্র ৬৮ দিনে।

প্রথম ভোটার —-দিন ২৫ অক্টোবর ১৯৫১ , দেশের প্রথম ভোট গ্রহণের পর্ব শুরু হয়। দেশের প্রথম ভোট দিয়ে ইতিহাস গড়ে শ্যাম সারণ নেগি, পেশায় শিক্ষক, হিমাচলের এক ভোট কেন্দ্রের পোলিং অফিসার। মোট ৪৮৯ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয়় ১৮৭৪ প্রার্থী।২২৪০০ ভোট গ্রহণ কেন্দ্র তৈরী করা হয়। প্রয়োজন পড়ে ১২ লক্ষ ব্যলোট বক্সের।

৩৭৪ আসনের লোকসভা —ভোট গ্রহণ পর্ব শেষ। এবার পালা ফলাফলের। মোট আসনের মধ্যে ৩৬৪ সংখ্যক আসন নিয়ে প্রথম নির্বাচিত সরকার গঠন করে ভারতীয় কংগ্রেস। প্রথম প্রধান মন্ত্রী হন জহর লাল নেহেরু। কংগ্রেস পার্টির পর ডাবল ডিজিট আসন পায় সিপিআই ১৬ ও সমাজবাদী পার্টি ১২ , ভারতীয় জন সংঘ পায় ৩ টি আসন। তবে কিছু বিশিষ্ট নেতা হেরে গিয়েছিলেন যাদের মধ্যে উল্লেখ্য সংবিধানের রচয়িতা ডা বি আর আম্বেদকর ও আচারিয়া কৃপালিনি। আম্বেদকর বম্বে উত্তর কেন্দ্রীয় নির্বাচনী এলাকায় নারায়ণ সাদোবা কাজ্রোলকরের কাছে পরাজিত হন। আচার্য কৃপালানী উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে পরাজিত হন। তাঁর স্ত্রী সুচেতা কৃপালানী অবশ্য দিল্লিি থেকে বিজয়ী ছিলেন।

সেকাল থেকে একাল —সেকাল থেকে বর্তমান, ভারত অনেক দূর এগিয়েছে। নির্বাচন আজ ভারতীয় সামাজিক এবং রাজনৈতিক জীবনের উৎসবে র রূপ নিয়েছে। সময়ের সাথে বদল হয়েছে বহু কিছুই কেবলই এক রয়েছে নাগরীক নিরক্ষরতার তাই১৯৫১ র তুলনায় ২০২১ সালে নির্বাচনী প্রক্রিয়ার গতি বাড়লেও চেতনার উন্নতি হয়নি নাগরীক মহলে, তাই সময়ের সাপেক্ষে পরিবর্তন করা প্রয়োজন বিভিন্ন নিয়মে। বদল দরকার নাগরিক সচেতনার।